Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • “ভুলই চরিত্র হয়ে দাঁড়ায়”—বাবার মুখে জীবনের আসল পাঠ শুনে কেঁদে ফেললেন সলমন!
বিদেশ

“ভুলই চরিত্র হয়ে দাঁড়ায়”—বাবার মুখে জীবনের আসল পাঠ শুনে কেঁদে ফেললেন সলমন!

salman khan
Email :2

লিউড সুপারস্টার সলমন খান (Salman Khan) শনিবার রাতের শেষে এক গভীর বার্তা শেয়ার করে নেটমাধ্যমে ঝড় তুললেন। প্ল্যাটফর্ম X-এ দেওয়া পোস্টে সলমন জানালেন, সম্প্রতি বাবা সেলিম খানের সঙ্গে একটি আলাপচারিতায় তিনি জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছেন—ভুল যদি বারবার করা হয়, তা একসময় অভ্যাসে পরিণত হয়, আর অভ্যাসই হয়ে ওঠে তোমার চরিত্রের প্রতিচ্ছবি।

সলমন (Salman Khan) লেখেন, “Present becomes your past, past catches up to your future, present is a gift, do right with it, mistakes repeated becomes a habit and then your character. Don’t blame anyone, no one can make you do anything that you don’t want to.” এই কথাগুলোর প্রেরণা তাঁর বাবা সেলিম খানের কাছ থেকে পাওয়া বলে জানান অভিনেতা। তিনি আরও লেখেন, “কী ভালো হতো যদি এ কথা আমি আগে শুনতাম, কিন্তু দেরি হলেও ক্ষতি নেই।”

এই আবেগঘন বার্তার সঙ্গে সলমন খান শেয়ার করেন একটি ছবি—যেখানে তাঁর মুখে ভাবগম্ভীর অভিব্যক্তি, পরনে কালো ‘Being Human’ টি-শার্ট, মুখে পরিপাটি দাড়ি, পেছনে সাদামাটা সাদা দেওয়াল। ছবির সরলতা আর গভীর বার্তা—দুয়ে মিলে মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এদিকে অভিনেতা (Salman Khan) খুব শীঘ্রই বড় পর্দায় ফিরছেন এক শক্তিশালী ভূমিকায়। পরিচালক অপূর্ব লাখিয়ার আসন্ন ছবি Battle of Galwan-এ এক সেনা অফিসারের চরিত্রে দেখা যাবে তাঁকে (Salman Khan)। ছবির জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন সলমন, যা শারীরিকভাবে অত্যন্ত কঠিন ও পরিশ্রমসাধ্য।

পি.টি.আই-কে দেওয়া সাক্ষাৎকারে সলমন (Salman Khan) বলেন, “এই ছবির জন্য প্রচুর শারীরিক পরিশ্রম দরকার। আগেকার মতো দু-এক সপ্তাহে কাজ শেষ হয় না, এখন অনেক বেশি সময় দিতে হয়। আমি নিয়মিত শরীরচর্চা করছি, কিকিং, পাঞ্চিং—সব করছি, কারণ এই ছবির চরিত্রে সেটার প্রয়োজন আছে।”

সলমনের এই পোস্টে তাঁর আত্মসমালোচনার স্পষ্ট ছাপ থাকায় নেটিজেনদের মধ্যে মিলেছে নানা প্রতিক্রিয়া। কেউ বলছেন—এটাই ‘রিয়েলাইজেশন লেট বাট রাইট’, তো কেউ বলছেন—সলমন সত্যিই বদলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts