Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • পেলোসি অবসরে, সান ফ্রান্সিসকো আসনে ইতিহাস গড়তে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত সৈকত
বিদেশ

পেলোসি অবসরে, সান ফ্রান্সিসকো আসনে ইতিহাস গড়তে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত সৈকত

saikat chakraborty s
Email :3

আমেরিকার রাজনীতিতে নতুন ইতিহাসের দোরগোড়ায় এক ভারতীয় বংশোদ্ভূত তরুণ নেতা— সৈকত চক্রবর্তী (Saikat Chakrabarti)। গত সপ্তাহেই নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি (Zohran Mamdani)-র ঐতিহাসিক জয়ের পর মার্কিন রাজনীতিতে ফের উচ্ছ্বাস। এবার আলোচনার কেন্দ্রে সান ফ্রান্সিসকো— কারণ ন্যান্সি পেলোসি অবসর ঘোষণা করেছেন, আর তাতেই খুলে গেল কংগ্রেসের সেই আসনের দরজা, যেটি ১৯৮৭ সাল থেকে ছিল কার্যত অজেয়।

হার্ভার্ড শিক্ষিত সৈকত চক্রবর্তী (Saikat Chakrabarti), বয়স মাত্র ৩৯। ডেমোক্র্যাটিক পার্টির প্রগ্রেসিভ শাখার অন্যতম মুখ। তাঁর লক্ষ্য, দলের রক্ষণশীল ভাবনাকে বদলে “জনগণের দল” হিসেবে ডেমোক্র্যাটদের নতুনভাবে গড়ে তোলা। তিনি প্রকাশ্যে বলেছেন, “আমার লক্ষ্য শুধু নির্বাচনে জয় নয়, বরং ডেমোক্র্যাট পার্টির ব্র্যান্ডটাই বদলে দেওয়া।”

জোহরান মামদানির মতোই সৈকতের (Saikat Chakrabarti) প্রচারও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দু’জনেই তরুণ প্রজন্মকে সামনে এনে অর্থনৈতিক বৈষম্য, বাড়ির অযোগ্যতা, ও কর কাঠামোর সংস্কারের মতো বিষয়কে মূল ইস্যু করেছেন। জোহরানের জয়ের পর সাইকাত টুইট করে লেখেন—

“Zohran proved it doesn’t matter how much money they throw at you. Organised people beat organised money if you stand for real change.”

সৈকতের (Saikat Chakrabarti) এই বার্তায় ঝলকে উঠেছে তাঁর রাজনৈতিক দর্শন— অর্থ নয়, মানুষের সংগঠনই আসল শক্তি।

এখন পেলোসি সরে দাঁড়ানোর পর তাঁর সামনে সুবর্ণ সুযোগ। সান ফ্রান্সিসকোর এই আসনটি আমেরিকার অন্যতম ‘পাওয়ার সিট’। পেলোসি দীর্ঘ ৩৬ বছর ধরে এই আসনে জয়ী হয়েছেন। তাই সাইকাতের লড়াই নিছক নির্বাচনী প্রতিযোগিতা নয়, বরং একটি প্রজন্ম বদলের প্রতীক।

রক্ষণশীল ডেমোক্র্যাটদের বিপরীতে দাঁড়িয়ে সৈকত (Saikat Chakrabarti) বরাবরই বলেছেন, তিনি ধনীদের উপর কর বাড়ানোর পক্ষে, এমনকি নিজেকেও ট্যাক্স দিতে আপত্তি নেই তাঁর। তাঁর মতে, “Wealth tax” ছাড়া সামাজিক সমতা সম্ভব নয়। এই সাহসী অবস্থানেই তিনি এখন মার্কিন ডেমোক্র্যাটদের মধ্যে এক ‘রিফর্মিস্ট’ মুখ হিসেবে উঠে আসছেন।

saikat chakraborty

তবে এই অবস্থানেই বিতর্কও কম নয়। ডেমোক্র্যাট শিবিরের একাংশের মতে, সৈকত বক্তব্য অনেক সময় দলকে বিভক্ত করছে। কিন্তু তরুণ ভোটারদের মধ্যে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। বিশেষত প্রযুক্তি খাতের কর্মী, অভিবাসী পরিবার ও প্রগতিশীল ছাত্র সমাজের মধ্যে তাঁর বার্তা সাড়া ফেলেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পেলোসি সরে যাওয়ার পর সান ফ্রান্সিসকো কংগ্রেস আসনে লড়াই এবার হতে চলেছে এক নতুন প্রজন্মের, এক নতুন ভাবনার। এবং সেই পরিবর্তনের মুখেই দাঁড়িয়ে আছেন সৈকত চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts