Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • মাঝ আকাশে ভয়াবহ ট্র্যাজেডি! রাশিয়ার যাত্রীবাহী বিমান ভেঙে পড়ে নিহত ৫০ জন, ৫ শিশুও বাদ গেল না
বিদেশ

মাঝ আকাশে ভয়াবহ ট্র্যাজেডি! রাশিয়ার যাত্রীবাহী বিমান ভেঙে পড়ে নিহত ৫০ জন, ৫ শিশুও বাদ গেল না

russia flight
Email :8

রাশিয়ার (Russia) আকাশে ঘটল এক হৃদয়বিদারক বিপর্যয়। সাইবেরিয়ার একটি এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান রাডার থেকে আচমকা উধাও হয়ে যাওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই মিলল তার ধ্বংসাবশেষ—জঙ্গলের গভীরে। ওই বিমানে থাকা সকল যাত্রীরই মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে প্রশাসন (Russia) । মৃত্যুর তালিকায় রয়েছে পাঁচটি নিষ্পাপ শিশুও।

বৃহস্পতিবার সকালে অ্যানটোনভ এএন-২৪ মডেলের বিমানটি ৪৩ জন যাত্রী এবং ৭ জন ক্রু সদস্য নিয়ে উড্ডয়ন করেছিল (Russia) । গন্তব্য ছিল রাশিয়ার পূর্ব সীমান্তে, চিন সংলগ্ন শহর টাইনডা। কিন্তু টাইনডা শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে পৌঁছতেই র‌্যাডার থেকে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় বিমানটি (Russia) ।

প্রাথমিকভাবে প্রশাসনের ধারণা ছিল, এটি প্রযুক্তিগত বিভ্রাট। কিন্তু মুহূর্তে বিষয়টি রহস্যে ঘনায়। দ্রুত শুরু হয় তল্লাশি ও উদ্ধার অভিযান। আমুর অঞ্চলের গভর্নর ভাসিলি ওরলভ জানান, উদ্ধারকারী দলকে জঙ্গলের দিকে পাঠানো হয়। এর কিছুক্ষণের মধ্যেই পাওয়া যায় বিমানটির ধ্বংসাবশেষ। ভয়ঙ্কর দুর্ঘটনায় বিমানে থাকা সকল যাত্রী ও ক্রুর মৃত্যু হয়।

কী কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। প্রযুক্তিগত ত্রুটি না কি অন্য কোনো গোপন কারণ, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। ঘটনার তদন্তে ইতিমধ্যেই বিশেষজ্ঞ দল মোতায়েন করা হয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা রাশিয়া শোকস্তব্ধ। বিমান যাত্রার নিরাপত্তা নিয়ে ফের উঠেছে বড়সড় প্রশ্ন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts