Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • “এই দেশে মেয়েকে মানুষ করাটা যুদ্ধ!”— মাতৃত্ব নিয়ে রিচা চাড্ডার অকপট স্বীকারোক্তি!
বিদেশ

“এই দেশে মেয়েকে মানুষ করাটা যুদ্ধ!”— মাতৃত্ব নিয়ে রিচা চাড্ডার অকপট স্বীকারোক্তি!

richa chadda
Email :2

সবে এক বছর হয়েছে মা হয়েছেন অভিনেত্রী রিচা চাড্ডা (Richa Chadda)। ২০২৪ সালের জুলাই মাসে কন্যাসন্তান জন্ম দিয়েছিলেন তিনি ও অভিনেতা আলি ফজল। মেয়ের নাম জুনেইরা (Richa Chadda)। এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি শিশুকন্যার মুখ। তবে সন্তানকে লালন-পালন নিয়ে এক সাম্প্রতিক মন্তব্যে নয়া বিতর্কের জন্ম দিলেন রিচা। অভিনেত্রীর সোজাসাপ্টা বক্তব্য— “এই দেশে থেকে মেয়েকে বড় করতে হলে বাড়িতে বন্দুক রাখতে হবে।”

এই মন্তব্য ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কেন এমন বিস্ফোরক বক্তব্য?

রিচা চাড্ডা (Richa Chadda) বরাবরই তাঁর স্পষ্টবাদী মনোভাবের জন্য পরিচিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে মাতৃত্ব ও সমাজ নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে গিয়ে নানাভাবে আশঙ্কা প্রকাশ করেন তিনি। রিচা (Richa Chadda) বলেন, “আমি তো প্রথম থেকেই মাতৃত্ব নিয়ে খুব ভয় পাচ্ছিলাম। আজকের পৃথিবীতে সন্তানের জন্ম দেওয়া এবং তাকে মানুষ করার কথা ভাবলেই মনে হয়— এটা ঠিক সিদ্ধান্ত তো?”

অভিনেত্রীর যুক্তি (Richa Chadda), বিশ্বজুড়ে চলতে থাকা হিংসা, যুদ্ধ, গণহত্যা এবং ক্রমবর্ধমান জলবায়ু সংকট এই আশঙ্কা আরও বাড়িয়ে দেয়। তার উপর তিনি ভারতের প্রসঙ্গে বলেন, “আমরা যখন জানতে পারি, গর্ভে কন্যাসন্তান রয়েছে, তখনই একটা সিদ্ধান্ত নিয়েছিলাম— বন্দুক কিনব। কারণ, এই দেশে মেয়েকে বড় করতে হলে অস্ত্র রাখাই শ্রেয়!”

যদিও রিচা (Richa Chadda) পরবর্তী কথায় স্পষ্ট করেন, এটি খানিকটা রসিকতার ঢঙেই বলা। বাস্তবে তিনি কোনও বন্দুক কেনেননি। বরং তাঁর আশা, মেয়ে যেন এমন এক শক্ত মানসিকতার মানুষ হয়ে ওঠে, যে নিজেকে সাহসের সঙ্গে সব পরিস্থিতিতে সামাল দিতে পারে।

লিলি সিং-এর একটি সাক্ষাৎকারে রিচা (Richa Chadda)এই কথাগুলি বলেন। তবে কথাগুলি মজা করেও বলা হোক বা বাস্তবের ভীতির প্রতিচ্ছবি— নেটদুনিয়ায় ইতিমধ্যেই তা আগুনের মতো ছড়িয়ে পড়েছে। কেউ বলছেন, “এটাই আজকের ভারতের ভয়ঙ্কর বাস্তব!” আবার কেউ একে অভিনেত্রীর ‘অতিরিক্ত নাটকীয়তা’ হিসেবেও ব্যাখ্যা করছেন।

প্রসঙ্গত, ১৬ জুলাই, মেয়ের প্রথম জন্মদিন উপলক্ষে ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্ট শেয়ার করেছিলেন রিচা। সেখানে প্রেগন্যান্সি থেকে শুরু করে সন্তানের জন্ম, এবং ধাপে ধাপে বেড়ে ওঠার নানা মুহূর্তের ভিডিও-কলাজ পোস্ট করেন তিনি।

সেই ভিডিওতে ‘নরমাল ডেলিভারি’ বা যোনিপথে সন্তানের জন্ম দেওয়ার কথা জানান অভিনেত্রী, আর তাতেই শুরু হয় নোংরা ট্রোলিং। রিচাও সেই ট্রোলারদের একহাত নেন। স্পষ্ট লেখেন, “আমি যদি ‘নরমাল ডেলিভারি’ লিখতাম, তাতেও আপনারা বলতেন। আপনারা ‘যোনি’ শব্দটা নিয়েই লাফাচ্ছেন। এটা আমার যোনি, আমার সন্তান, আমার শব্দচয়ন। নারীবাদ আমাকে এই স্বাধীনতা দিয়েছে।”

রিচার এই পোস্ট ও বক্তব্য এখন নতুন করে আলোচনার কেন্দ্রে। একদিকে সাহসী, স্পষ্টভাষী এক মায়ের রূপরেখা— আবার অন্যদিকে বিতর্কিত কথার ঝড়। তবে এতকিছুর পরেও রিচা জানিয়ে দিয়েছেন, মেয়েকে তিনি তার মতোই স্পষ্ট, সাহসী ও স্বাধীনচেতা করে গড়ে তুলতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts