নির্ধারিত সময়মতো সাত বছর পর প্রথমবারের মতো চিনে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। দুই দিনের এই সফরে তিনি SCO সম্মেলনে যোগ দেবেন। ৩১ অগাস্ট ও ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ১০ সদস্যভুক্ত SCO ব্লকের বাৎসরিক সম্মেলন।
সফরে মোদি (PM Modi) ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং একে অপরের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসতে পারেন, যা গালওয়ান সংঘর্ষের পর ভারত-চিন সম্পর্কের টানাপোড়েন কাটানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় পণ্যের ওপর ৫০% শুল্কের প্রস্তাবের পর, SCO সম্মেলনে ভারতের অবস্থান ও সম্পর্কের ভবিষ্যৎ গোটা বিশ্বের নজরে থাকবে (PM Modi)।
গালওয়ান সংঘর্ষের পর পাঁচ বছর কেটে গেছে। এর মধ্যে বিশ্বের বাণিজ্য ও কূটনৈতিক সমীকরণ বদলেছে। সম্প্রতি চিনের বিদেশমন্ত্রী ওয়াং লি ভারতের কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন। এশিয়ার দুই ক্ষমতাধারী দেশের কাছাকাছি আসাকে ওয়াকিবহাল মহল মাইলফলক হিসেবে দেখছে। SCO সম্মেলনের জন্য মোদির সফরকে চিনও স্বাগত জানিয়েছে।
চলতি বছরের শুরুতে, যখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চিনের সঙ্গে বাণিজ্য-যুদ্ধ তীব্র করছিলেন, ঠিক তখনই চিন ভারতকে যোগাযোগ করেছে। শি জিনপিংয়ের একটি চিঠি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পৌঁছেছিল, যা সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও পৌঁছানো হয়। চিঠিতে শি জিনপিং উল্লেখ করেছেন, মার্কিন-ভারত চুক্তির কারণে চিনের স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে। ব্লুমবার্গের প্রতিবেদনে এক ভারতীয় কর্মকর্তা জানিয়েছেন, চিঠি পাওয়ার পর জুন থেকে প্রধানমন্ত্রী মোদি সরকার সম্পর্ক উন্নতির লক্ষ্যে পদক্ষেপ শুরু করে।