Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • Pakistani: যুদ্ধ লাগলেই ইংল্যান্ডে পালিয়ে যাবো! পাক বিধায়কের মন্তব্যে নতুন করে বিতর্ক
বিদেশ

Pakistani: যুদ্ধ লাগলেই ইংল্যান্ডে পালিয়ে যাবো! পাক বিধায়কের মন্তব্যে নতুন করে বিতর্ক

Email :2

পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর বদলার প্রস্তুতিতে ব্যস্ত ভারত (Pakistani)। প্রতিশোধ যে অবশ্যম্ভাবী, তা স্পষ্ট করে দিয়েছে নয়াদিল্লি (Pakistani)। এই আবহে চরম আতঙ্কে রয়েছে পাকিস্তান (Pakistani)। সীমান্তে যুদ্ধাবস্থার আশঙ্কায় যখন ভারত প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই পাক রাজনীতিকদের(Pakistani) একাংশ দেশ ছেড়ে পালানোর পথ খুঁজছেন বলে খবর।

পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য ও তেহরিক-ই-ইনসাফ (PTI) দলের নেতা শের আফজল খান মারওয়াত এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে সরাসরি বলেন, “যদি যুদ্ধ শুরু হয়, আমি ইংল্যান্ড চলে যাব।” তাঁর এই মন্তব্য মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায়। পাকিস্তানের সাধারণ মানুষই প্রশ্ন তুলেছেন—নেতারা কি আদৌ দেশের সেনাবাহিনীর উপর ভরসা করেন?

সেই ভিডিওতেই সাংবাদিক আরও প্রশ্ন করেন, “প্রধানমন্ত্রী মোদীকে কি অশান্তি থামাতে এগিয়ে আসা উচিত?” জবাবে মারওয়াত বলেন, “মোদী কি আমার মাসির ছেলে, যে আমি বললেই থেমে যাবে?”

এই ধরনের মন্তব্যে যেখানে পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্বের দিশাহীনতা ধরা পড়ছে, সেখানে ভারতের প্রতিরক্ষা মহল ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলেই ইঙ্গিত মিলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts