পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে (Pakistani Jawan) সংঘর্ষে নিহত হয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর এক কর্মকর্তা—মেজর মইজ আব্বাস। পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে (Pakistani Jawan)।
বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, এই মইজ আব্বাসই সেই সেনা কর্মকর্তা (Pakistani Jawan) যিনি ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে বিধ্বস্ত হওয়া ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে গ্রেফতার করেছিলেন। ওই সময়, ভারত-পাকিস্তান সীমান্তে টানটান উত্তেজনার মধ্যে অভিনন্দনের যুদ্ধবিমান পাকিস্তানের ভেতরে ভেঙে পড়লে তাকে আটক করেছিল পাকিস্তানি সেনাবাহিনী (Pakistani Jawan)। পরে কূটনৈতিক আলোচনার মাধ্যমে তাকে ভারতে ফিরিয়ে দেওয়া হয়।

সোমবার (সাম্প্রতিক তারিখ অনুযায়ী) দক্ষিণ ওয়াজিরিস্তানের সারগোধা খুররম এলাকায় টিটিপি যোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীর ওপর অতর্কিত হামলা চালায়। সেই হামলায় সংঘর্ষের মুখে পড়ে সেনাবাহিনী। গুলির লড়াইয়ে মেজর মইজ আব্বাসসহ আরও এক সেনা কর্মকর্তা নিহত হন।
মেজর আব্বাসের মৃত্যু পাকিস্তানের সংবাদমাধ্যমে ব্যাপকভাবে প্রচার পেয়েছে এবং এটি দেশটির সেনাবাহিনী ও টিটিপি বিদ্রোহীদের মধ্যে চলমান সহিংস দ্বন্দ্বের আরেকটি রক্তক্ষয়ী অধ্যায় হিসেবে চিহ্নিত হয়েছে।
দক্ষিণ ওয়াজিরিস্তান অঞ্চল বহুদিন ধরেই পাকিস্তান-ভিত্তিক বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষের কেন্দ্রবিন্দু হয়ে আছে। এই অঞ্চলে মাঝে মধ্যেই টিটিপির মতো সংগঠন পাকিস্তানি নিরাপত্তাবাহিনীর ওপর হামলা চালিয়ে যাচ্ছে, যা দেশের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।