Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • Pakistan: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান! নিহত কমপক্ষে চার
বিদেশ

Pakistan: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান! নিহত কমপক্ষে চার

Email :6

বিস্ফোরণে ফের রক্তাক্ত পাকিস্তান (Pakistan)। সোমবার সকালে বিস্ফোরণে কেঁপে উঠল বালুচিস্তানের কোয়েট্টা (Pakistan)। মার্গারেট এলাকার কাছে ঘটে যাওয়া এই ভয়াবহ ঘটনায় মৃত্যু হয়েছে পাকিস্তানি ফ্রন্টিয়ার কর্পসের ৪ সেনা সদস্যের (Pakistan)। আহত হয়েছেন আরও ৩ জন, যাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে (Pakistan)।

পাক সংবাদমাধ্যম ‘দ্য ডন’-এর রিপোর্ট অনুযায়ী, রাস্তার ধারে পাতা ছিল একটি শক্তিশালী আইইডি (IED)। সেটি নিষ্ক্রিয় করার চেষ্টা চলাকালীনই ঘটে বিস্ফোরণ। পাকিস্তানের ‘সামা টিভি’ সূত্রে খবর, প্রাণ হারানো সেনাদের মধ্যে রয়েছেন সুবেদার শাহজাদ আমিন, নায়েব সুবেদার আব্বাস, সিপাহী খলিল ও সিপাহী জাহিদ। আহতদের মধ্যে রয়েছেন ল্যান্স নায়েক জাফর ও ল্যান্স নায়েক ফারুক।

ঘটনার পরেই এলাকায় পৌঁছে যায় বম্ব ডিসপোজাল স্কোয়াড ও সেনা বাহিনী। কারা এই হামলার পেছনে রয়েছে, তা খতিয়ে দেখা শুরু হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি প্রশাসন। তবে প্রাথমিকভাবে অনুমান, এর পেছনে বালোচ বিদ্রোহীদের হাত থাকতে পারে।

উল্লেখযোগ্য, বালোচিস্তানে দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সক্রিয়তা রয়েছে। কিছুদিন আগেই পাকিস্তানে একটি ট্রেন অপহরণ করেছিল বালোচ বিদ্রোহীরা। পরবর্তীতে পাক সেনার অভিযানে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলেও, বিদ্রোহীদের দমন করতে গিয়ে সাধারণ মানুষের উপর চরম নিপীড়নের অভিযোগও উঠেছে সরকারের বিরুদ্ধে।

ঘটনার তীব্র নিন্দা করে পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বলেন, “এই হামলা পাকিস্তানের স্থিতাবস্থাকে ভাঙার ষড়যন্ত্র।” তিনি নিহত সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দেন।

এই বিস্ফোরণ নতুন করে পাকিস্তানের অস্থিরতা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন তুলে দিল।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts