ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পাল্টা হামলার চেষ্টা করে পাকিস্তানের (Pakistan) ‘আন মারসুস’ অভিযান চরম ব্যর্থ হওয়ার পর, আন্তর্জাতিক স্তরে বারবার হোঁচট খাচ্ছে ইসলামাবাদ (Pakistan)। এবার মিথ্যা প্রচার চালিয়ে নিজেকে ও সরকারকে হাসির খোরাকে পরিণত করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইসহাক দার (Pakistan)।
সেনেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে দার দাবি করেন, ব্রিটেনের প্রভাবশালী সংবাদপত্র দ্য ডেইলি টেলিগ্রাফ পাকিস্তান বিমান বাহিনীকে ‘আকাশের অখণ্ড রাজা’ বলে ঘোষণা করেছে। সেই দাবির প্রমাণ হিসেবে একটি সংবাদপত্রের প্রথম পাতার ছবি দেখান তিনি। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই স্পষ্ট হয়, সেটি ছিল একেবারে ভুয়ো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা তৈরি।
অবাক করা বিষয় হল, এই ভুয়ো দাবি খণ্ডন করে পাকিস্তানেরই প্রথম সারির দৈনিক ডন। তাদের ফ্যাক্ট-চেকিং ইউনিট iVerify Pakistan জানায়, এমন কোনও প্রতিবেদন বা প্রথম পাতা দ্য ডেইলি টেলিগ্রাফ কখনও প্রকাশই করেনি। ফলে স্পষ্ট হয়ে যায়, এটি পাকিস্তানের তৈরি মিথ্যা প্রচার।
এই ঘটনার পর পাকিস্তান সরকারের উপর আরও প্রশ্ন উঠেছে। ভারতীয় রাজনীতিক ও সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ভাইরাল হয়েছে। বিজেপি-র আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেন, “দেশের উপপ্রধানমন্ত্রী এমন এক মিথ্যার জাল তৈরি করেছেন, যা পাকিস্তানেরই সংবাদমাধ্যম ভেঙে দিয়েছে।” তিনি আরও লেখেন, “যতটা মরিয়া হলে একজন মন্ত্রী সেনেটে দাঁড়িয়ে এমন ফেক নিউজ দেখাতে পারেন, তা পাকিস্তানের বর্তমান অবস্থারই প্রমাণ।”
ভারতের পক্ষ থেকেও প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) দারের দাবির সত্যতা যাচাই করে জানিয়ে দেয়, সংবাদপত্রের প্রচ্ছদটি সম্পূর্ণ ভুয়ো।
এই ঘটনা প্রথম নয়। ‘অপারেশন সিঁদুর’-এর পর একাধিকবার পাকিস্তান সরকার ও সেনা পক্ষ থেকে বিভ্রান্তিকর তথ্য, পুরনো ছবি ও ভিডিও দিয়ে মিথ্যা প্রচার চালানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু প্রতিবারই সেই প্রচারের মুখোশ খুলে পড়েছে। তবে এবার পাকিস্তানের নিজেদের পত্রিকাই সরকারের মুখোশ খুলে দেওয়ায়, আন্তর্জাতিক স্তরে আরও বড় লজ্জার সম্মুখীন হল ইসলামাবাদ।