Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • Pakistan Army: ১০০ দিনের কাজ মডেলে সেনা নিয়োগ! পাকিস্তানে সেনা সংকটের চরম ছবি ফাঁস
বিদেশ

Pakistan Army: ১০০ দিনের কাজ মডেলে সেনা নিয়োগ! পাকিস্তানে সেনা সংকটের চরম ছবি ফাঁস

Email :2

চরম আর্থিক সংকট ও অভ্যন্তরীণ বিশৃঙ্খলায় বেহাল পাকিস্তান (Pakistan Army)। এবার সেই পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীতে কার্যত (Pakistan Army)”দৈনিক মজুরিতে” জওয়ান নিয়োগের পথে হাঁটতে চলেছে ইসলামাবাদ! গোটা পরিস্থিতি দেখে অনেকেই কটাক্ষ করছেন—এ যেন ১০০ দিনের কাজের মতো সেনা নিয়োগ (Pakistan Army)!

সম্প্রতি ফাঁস হয়েছে পাকিস্তান সেনা (Pakistan Army) প্রধানের কাছে পাঠানো একাধিক গোপন চিঠি। এক চিঠিতে বলা হয়েছে, সেনাবাহিনীর (Pakistan Army) মধ্যে তীব্র ঘাটতি রয়েছে খাদ্য, রসদ, এমনকি অস্ত্রভাণ্ডারেও। সেই সঙ্গে উল্লেখযোগ্য ভাবে ১২০০ রেঞ্জার্স (Pakistan Army) জওয়ান ইতিমধ্যেই পদত্যাগ করেছেন, যার ফলে তীব্র চাপে পড়েছে পাকিস্তানের সামরিক কাঠামো (Pakistan Army)।

এই সংকট কাটাতে এবার চুক্তিভিত্তিকভাবে ‘ট্রাইবাল ফাইটার’ নিয়োগে উদ্যোগী হয়েছে পাকিস্তান সেনা। ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস কাশিফ আবদুল্লাহ এই মর্মে ‘নতুন ফাইটার নিয়োগ’ সংক্রান্ত নির্দেশ পাঠিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওমর বোখারিকে। চিঠিতে বলা হয়েছে—এই নতুন ‘জওয়ানদের’ দৈনিক ভিত্তিতে টাকা দেওয়া হবে, যাতে তারা আরও উৎসাহ নিয়ে কাজ করতে পারে।

চিঠিতে আরও বলা হয়েছে, কেউ সেনায় যোগ দিতে চাইছে না। তাই পাখতুনখাওয়া ও পার্বত্য সীমান্ত অঞ্চলের আদিবাসী যুবকদের টাকার বিনিময়ে সাময়িকভাবে নিয়োগ করার কথা ভাবছে সেনা। তবে এই নিয়োগ স্থায়ী নয়—এটি মুজাহিদীন মডেলে, চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে এবং কোনও রকম স্থায়ী সুবিধা মিলবে না।

এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধলে কীভাবে লড়াই সামলাবে পাকিস্তান, সেই প্রশ্নে উদ্বিগ্ন তারাই। বিশেষজ্ঞদের মতে, এর থেকে স্পষ্ট, পাকিস্তানের যুদ্ধ সক্ষমতা আজ গভীর সংকটে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts