পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কুররাম জেলায় ফের ভয়াবহ জঙ্গি হামলা (Pakistan Army Attack)। বুধবার ভোরে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP)-এর জঙ্গিদের আকস্মিক আক্রমণে পাক সেনার এক ক্যাপ্টেন সহ সাতজন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৭ জন জওয়ান। সরকারি সূত্রে জানা গিয়েছে, নিহত সেনা অফিসারের নাম ক্যাপ্টেন নোমান (Pakistan Army Attack)। হামলার পর থেকেই এলাকায় চূড়ান্ত উত্তেজনা ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুররামের সুলতান কলায় এলাকায় পাক সেনাদের উপরে বোমা হামলা ও নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা (Pakistan Army Attack)। হঠাৎ এই আক্রমণে সেনাদের মধ্যে ছত্রভঙ্গ অবস্থা তৈরি হয়। পাক সেনার দাবি, এই হামলার নেতৃত্ব দিয়েছে কুখ্যাত জঙ্গি নেতা আহমদ কাজিম, যিনি TTP-র কুররাম জেলার দায়িত্বপ্রাপ্ত কমান্ডার এবং তাঁকে সংগঠনের “ফিল্ড মার্শাল” বলা হয়। তাঁর মাথার দাম ঘোষণা করা হয়েছে ১০ কোটি পাকিস্তানি রুপি। জানা গিয়েছে, কাজিম অন্তত ১০০ জন নিরাপত্তারক্ষীর হত্যার দায়ে অভিযুক্ত (Pakistan Army Attack)।
গত সপ্তাহেই খাইবার পাখতুনখোয়ার লক্ষি মারওয়াত জেলায় একটি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে আটজন TTP জঙ্গিকে হত্যা করা হয়েছিল (Pakistan Army Attack)। তারই পাল্টা হিসেবেই এই ভয়াবহ হামলা বলে মনে করা হচ্ছে। ওই অভিযানে আরও পাঁচজন জঙ্গি আহত হয়েছিল বলে জানিয়েছিল স্থানীয় পুলিশ।
অভ্যন্তরীণ সূত্রের খবর, আফগান তালিবান সরকারের সঙ্গে সম্পর্কের অবনতি ও পোখ এলাকায় চলমান অশান্তির মধ্যেই পাকিস্তানে ফের মাথাচাড়া দিচ্ছে চরমপন্থী গোষ্ঠীগুলি। বিশেষ করে আফগান সীমান্ত ঘেঁষা প্রদেশগুলিতে জঙ্গি হামলার পরিমাণ ভয়ঙ্কর হারে বেড়েছে।
পাকিস্তানের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (CTD)-এর সাম্প্রতিক এক রিপোর্টে বলা হয়েছে, চলতি বছর ২২ অক্টোবর পর্যন্ত খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় ২৯৮ জন মানুষ সন্ত্রাসে প্রাণ হারিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন ১১৭ জন পুলিশ কর্মী ও ১৮১ জন সাধারণ নাগরিক। আরও ৪৮৬ জন আহত হয়েছেন।
রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, এ পর্যন্ত প্রদেশজুড়ে ২,৩৬৬টি গোয়েন্দা অভিযানে ১,১২৪ জন জঙ্গিকে গ্রেফতার ও ৩৬৮ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। এছাড়া ৬,১৮১ জনকে বিভিন্ন সন্ত্রাস-সংক্রান্ত মামলায় অভিযুক্ত করা হয়েছে।
বিগত কয়েক মাসে পাকিস্তানে বাড়তে থাকা এই জঙ্গি হামলায় উদ্বেগে গোটা প্রশাসন। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, “TTP এখন পাকিস্তানের জন্য সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি। আফগান সীমান্তে তালিবানদের শিথিল মনোভাব পাকিস্তানে জঙ্গি নেটওয়ার্ককে আরও শক্তিশালী করে তুলছে।”
খাইবার পাখতুনখোয়ার মানুষ এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন। সেনার ঘনঘন অভিযান, রাস্তা বন্ধ, বিমানহানা—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তানের সীমান্ত অঞ্চল।













