Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • পাকিস্তান কি বদলে যাচ্ছে? আসিম মুনিরের বক্তব্যে নতুন ইঙ্গিত
বিদেশ

পাকিস্তান কি বদলে যাচ্ছে? আসিম মুনিরের বক্তব্যে নতুন ইঙ্গিত

asia munir www
Email :10

পাকিস্তানের সেনাবাহিনীতে ক্রমশ আরও স্পষ্ট ধর্মীয় রং এনে দিচ্ছেন দেশের চিফ অফ ডিফেন্স স্টাফ, ফিল্ড মার্শাল আসিম মুনির (Asim Munir)। সাম্প্রতিক এক মন্তব্যে তিনি জানিয়েছেন, ইসলামকে কেন্দ্র করেই তৈরি হয়েছিল পাকিস্তান, আর এখন সেই দেশের সামনে এসেছে নিজের ‘সৃষ্টির মহৎ উদ্দেশ্য’ পূরণের ঐতিহাসিক সুযোগ।

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দ্য নিউজ ইন্টারন্যাশনাল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন আসিম মুনির (Asim Munir)। লাহোরে নওয়াজ শরিফের নাতি ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের ছেলে জুনেইদ সাফদরের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানের ফাঁকে এই কথা বলেন তিনি। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, মরিয়ম নওয়াজ-সহ দেশের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব এবং শরিফ পরিবারের সদস্যরা।

সাক্ষাৎকারে আসিম মুনির (Asim Munir) বলেন, সর্বশক্তিমান আল্লাহ পাকিস্তানকে একটি ঐতিহাসিক সুযোগ দিয়েছেন। তাঁর দাবি, যে উদ্দেশ্যে পাকিস্তানের জন্ম হয়েছিল, দেশ এখন দ্রুত সেই লক্ষ্যের দিকেই এগিয়ে চলেছে। তাঁর কথায়, পাকিস্তান ইসলামকে ভিত্তি করেই তৈরি হয়েছিল এবং আজ ইসলামিক দেশগুলির মধ্যে পাকিস্তানের একটি বিশেষ মর্যাদা ও গুরুত্ব রয়েছে।

‘দ্য নিউজ ইন্টারন্যাশনাল’-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশের এই অগ্রগতিকে আল্লাহর বিশেষ আশীর্বাদ বলেই ব্যাখ্যা করেছেন আসিম মুনির। সেনাপ্রধানের এই মন্তব্য ঘিরে নতুন করে প্রশ্ন উঠছে—কোন পথে পাকিস্তানকে এগিয়ে নিতে চাইছে সেনাবাহিনী এবং রাষ্ট্রের ভবিষ্যৎ চরিত্র কী হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts