Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • বয়সের কারণে কার্কি ছিটকে গেলেন, বালেন শাহও না বললেন— অবশেষে ঘিসিংই সবার আস্থা
বিদেশ

বয়সের কারণে কার্কি ছিটকে গেলেন, বালেন শাহও না বললেন— অবশেষে ঘিসিংই সবার আস্থা

kul man ghising
Email :5

নেপালে (Nepal) অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গেল ইঞ্জিনিয়ার কুলমান ঘিসিংয়ের হাতে। বিদ্যুৎ ঘাটতি ও দীর্ঘ লোডশেডিং-এর অবসান ঘটিয়ে যিনি জাতীয়ভাবে স্বীকৃত মুখ হয়ে উঠেছিলেন, সেই ঘিসিং-ই এখন দেশের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী (Nepal)। তাঁর সৎ ভাবমূর্তি ও গ্রহণযোগ্য নেতৃত্বকেই বেছে নিল দেশ।

এই সিদ্ধান্তের ঘোষণা আসে দুর্নীতিবিরোধী ও সুশাসনের দাবিতে গড়ে ওঠা ‘জেন জেড’ আন্দোলনের পক্ষ থেকে (Nepal)। বৃহস্পতিবার আন্দোলনের নেতারা একে আখ্যা দেন “অভূতপূর্ব সাফল্য” হিসেবে। তাঁদের মতে, অন্তর্বর্তী পরিষদ গঠনের ফলে রাজনৈতিক পরিবর্তনের পথ আরও সুগম হলো (Nepal)।

প্রথমে কাঠমান্ডুর মেয়র বালেন শাহকে অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য প্রধান হিসেবে ভাবা হচ্ছিল। কিন্তু তিনি দায়িত্ব নিতে অস্বীকার করেন। প্রাক্তন প্রধান বিচারপতি সুশিলা কার্কিও নিজের নাম প্রত্যাহার করে নেন। তাঁর বক্তব্য, সাংবিধানিক ও আইনি জটিলতা আছে, তাছাড়া ৭০-এর বেশি বয়স হওয়ায় নতুন প্রজন্মের নেতৃত্বের প্রতিনিধিত্ব করা তাঁর পক্ষে সম্ভব নয়।

শেষ পর্যন্ত, সর্বসম্মতভাবে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে কুলমান ঘিসিংকেই নির্বাচিত করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts