নেপালের (Nepal) অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বললেন সুশীলা কারকি। সূত্রের খবর, নেপালের (Nepal) বর্তমান অস্থির পরিস্থিতি নিয়ে সমবেদনা জানিয়েছেন মোদি। পাশাপাশি, নতুন দায়িত্ব গ্রহণ করার জন্য সুশীলাকে আন্তরিক অভিনন্দনও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার এক্স (টুইটার)-এ মোদি লিখেছেন—“নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কারকির (Nepal) সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। সাম্প্রতিক পরিস্থিতির জন্য তাঁকে সমবেদনা জানিয়েছি। দেশের শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে ভারত সবসময় নেপালের পাশে থাকবে। আগামীকাল নেপালের জাতীয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী কারকি ও নেপালের জনগণকে শুভেচ্ছা জানাই।”
প্রসঙ্গত, জেন জি’দের প্রবল বিক্ষোভে ওলি সরকারের পতনের পর চারদিনের মধ্যেই দেশের দায়িত্বভার নেন সুশীলা কারকি। প্রধানমন্ত্রী পদে নাম ঘোষণার আগেই তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে বলেছিলেন—“আমি তাঁকে সম্মান করি, তাঁর প্রতি শ্রদ্ধা আছে। ভারত সবসময় নেপালের পাশে থেকেছে। দেশের উন্নয়নের জন্য আমরা একসঙ্গে কাজ করব। নেপালের নতুন সূচনা গড়ে তোলার চেষ্টা করব।” এরপরই শুরু হয় নতুন সরকারের তোড়জোড়। গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে শপথ নেন তিনি।
উল্লেখযোগ্য বিষয় হল, নেপালের তরুণ প্রজন্মই কারকির নাম প্রস্তাব করে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে। প্রায় ৫ হাজার যুব আন্দোলনকারী একটি ভারচুয়াল বৈঠক করে তাঁর নাম তুলে ধরে। প্রথমে সমর্থনের জন্য কারকি অন্তত ১,০০০ স্বাক্ষর চান। কিন্তু আশ্চর্যজনকভাবে তাঁর সমর্থনে জোটে ২,৫০০-রও বেশি স্বাক্ষর। তরুণদের প্রবল সমর্থন ও জনমতের জোরেই কারকির হাতে ক্ষমতার ভার তুলে দেওয়া হয়।