যুক্তরাষ্ট্রে পা রাখার ক’দিনের মধ্যেই আচমকা নিখোঁজ হয়ে গেলেন এক ভারতীয় তরুণী (Missing Indian)। ২৪ বছর বয়সি ওই তরুণী, যাঁর নাম সিমরন সিমরন, তাঁকে শেষবার দেখা গিয়েছিল নিউ জার্সির একটি রাস্তায় (Missing Indian)। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, তিনি নিজের ফোনে কিছু দেখছিলেন এবং চারপাশে তাকাচ্ছিলেন—মনে হচ্ছিল কারও জন্য অপেক্ষা করছেন। এরপর থেকেই তাঁর আর কোনও খোঁজ নেই।
নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ২০ জুন ভারত থেকে আমেরিকায় পৌঁছেছিলেন সিমরন। পরিবারের তরফে জানানো হয়েছিল, তিনি অ্যারেঞ্জ ম্যারেজের জন্যই (Missing Indian) এসেছিলেন যুক্তরাষ্ট্রে। তবে পুলিশি তদন্তে উঠে এসেছে অন্য তথ্য। তদন্তকারীরা জানিয়েছেন, সিমরনের হাবভাব দেখে মনে হয়নি তিনি কোনও বিপদের মধ্যে ছিলেন। এমনকি, সিসিটিভি ফুটেজে তিনি একেবারে স্বাভাবিক ছিলেন।
এখানেই থেমে নেই রহস্য। তদন্তকারীদের একাংশের মতে, সিমরনের (Missing Indian) এই ‘বিয়ের গল্প’ সত্যিই কি পুরোপুরি বিশ্বাসযোগ্য? তাঁদের ধারণা, হতে পারে তিনি কেবলমাত্র আমেরিকায় ভ্রমণের সুযোগ খুঁজছিলেন—বিয়ের গল্পটি আসলে ছিল শুধুই একটি অজুহাত!
স্থানীয় পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সিমরনের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন আনুমানিক ৬৮ কেজি। তাঁর কপালের সামনে একটি ছোট দাগ রয়েছে। নিখোঁজ হওয়ার সময় তিনি ধূসর রঙের ট্র্যাকস্যুট প্যান্ট, সাদা টি-শার্ট, কালো রঙের স্লিপার এবং ছোট হীরের কানের দুল পরেছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তিনি ইংরেজি ভাষায় সাবলীল নন এবং আমেরিকায় তাঁর কোনও আত্মীয়স্বজন নেই বলেই জানা গিয়েছে।
নিউ জার্সি পুলিশ জানিয়েছে, তাঁরা একাধিকবার ভারতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন। কিন্তু এখনও পর্যন্ত সিমরনের কোনও পরিবারের সদস্যের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পুরো বিষয়টিকে কেন্দ্র করে রহস্য আরও ঘনীভূত হয়ে উঠেছে।
প্রসঙ্গত, এটি এ বছর যুক্তরাষ্ট্রে নিখোঁজ হওয়া ভারতীয় নারীর প্রথম ঘটনা নয়। এর আগে মার্চ মাসে ডমিনিকান রিপাবলিকে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়ে যান ২০ বছরের ভারতীয় প্রি-মেডিকেল ছাত্রী সুদীক্ষা কোনাঙ্কি। সকালে সাঁতার কাটতে গিয়ে হঠাৎই উধাও হয়ে যান তিনি।
নতুন এই নিখোঁজের ঘটনায় ফের উদ্বেগ ছড়িয়েছে ভারতীয় অভিভাবকদের মধ্যে। সিমরনের খোঁজে চলছে তল্লাশি। তবে উত্তর মেলেনি এখনও—তিনি কি সত্যিই নিখোঁজ, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনও রহস্য?