Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • অপারেশন টেবিলে অচৈতন্য রোগী! নার্সের সঙ্গে যৌন ক্রিয়ার মত্ত হলেন ডাক্তার
বিদেশ

অপারেশন টেবিলে অচৈতন্য রোগী! নার্সের সঙ্গে যৌন ক্রিয়ার মত্ত হলেন ডাক্তার

operation table
Email :2

অপারেশন থিয়েটারের ভেতর এক ভয়ঙ্কর ঘটনা ঘটালেন পাকিস্তানি চিকিৎসক ডঃ সুহেল আঞ্জুম (Medical Negligence)। ইংল্যান্ডের গ্রেটার ম্যানচেস্টারের টেমিসাইড হাসপাতালে তিনি কনসালটেন্ট অ্যানেসথেটিস্ট হিসেবে কাজ করতেন। অভিযোগ, গলব্লাডারের অস্ত্রোপচার চলাকালীন রোগীকে সংজ্ঞাহীন করার পর তিনি দায়িত্বে ফাঁকি দিয়ে অপারেশন থিয়েটার ছেড়ে চলে যান। রোগীর উপর নজর রাখার কাজ এক নার্সকে দিয়ে তিনি পাশের একটি অপারেশন থিয়েটারে গিয়ে আরেক নার্সের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন।

এই চাঞ্চল্যকর ঘটনার সময় অন্য এক নার্স হঠাৎ সেখানে ঢুকে পড়েন (Medical Negligence) এবং আপত্তিকর অবস্থায় চিকিৎসককে দেখে ফেলেন। প্রায় আট মিনিট পরে ডঃ আঞ্জুম আবার অপারেশন থিয়েটারে ফিরে আসেন। পরে তিনি স্বীকার করেন যে তাঁর এই কাজ সম্পূর্ণ নিয়ম বিরুদ্ধ ছিল এবং রোগীর প্রাণহানির (Medical Negligence) আশঙ্কা তৈরি হতে পারত। যদিও ভাগ্যক্রমে রোগীর কোনও ক্ষতি হয়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ঘটনা ঘটেছিল ২০২৩ সালের ১৬ সেপ্টেম্বর (Medical Negligence)। সেই সময় তিনি হাসপাতালে কর্মরত ছিলেন। কিন্তু কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর ২০২৪ সালে চাকরি ছেড়ে পাকিস্তানে ফিরে যান। সম্প্রতি আবার চাকরিতে ফিরে আসার আবেদন করলে বিষয়টি সামনে আসে। মেডিক্যাল ট্রাইবুনালে হাজির হয়ে তিনি ক্ষমা চান এবং নিজের দোষ স্বীকার করেন।

ট্রাইবুনালে ডঃ আঞ্জুম বলেন, “আমি ভয়ঙ্কর ভুল করেছি। এর জন্য কাউকে দায়ী করতে পারি না। রোগী, সহকর্মী, এমনকি নিজেকেও আশাহত করেছি। যেই নার্সের সঙ্গে ঘটনা ঘটেছিল তাকেও অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলেছি। আমি জানি এটা লজ্জাজনক।” তিনি আরও বলেন, “চিকিৎসা আমার প্যাশন। আমি কখনও চাইনি এমন ঘটনা ঘটুক। কেন এটা ঘটল, আমি নিজেও জানি না। আমি সবার কাছে ক্ষমা চাইছি।”

কেন এমন কাজ করেছিলেন, তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। জানান, ২০২৩ সালে তিনি ভীষণ কঠিন সময়ের মধ্যে ছিলেন। তাঁর সন্তান অকালে জন্মেছিল, স্ত্রীর সঙ্গে সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল। সেই মানসিক চাপ থেকেই তিনি এ ভুল করেছিলেন বলে দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts