পাকিস্তানের (Pakistan) খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বাজৌর জেলার শাহ নারায় এলাকায় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপদেষ্টা ও জাতীয় সংসদের সদস্য মুবারক জেব খানের বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের জেরে তাঁর বাড়ির (Pakistan) মূল ফটক ও দেওয়ালের একটি অংশ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে। ঘটনায় (Pakistan) কেউ আহত হননি বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, বিস্ফোরণটি ঘটে সরাসরি তাঁর বাড়ির সামনে। তীব্র শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের সময় মুবারক জেব খান বাড়িতে না থাকায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামলার পর প্রতিক্রিয়া জানিয়ে পাক সংসদ সদস্য বলেন, “আমার বাড়ির দরজায় বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে। ঈশ্বরের কৃপায় কেউ আহত হয়নি। তবে এই কাপুরুষোচিত হামলায় আমি ভয় পাব না।”
এই বিস্ফোরণের দায় এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন নেয়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলির প্রাথমিক অনুমান, রাজনৈতিক শত্রুতা অথবা জঙ্গি হানার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এই ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।