চলচ্চিত্রের গ্ল্যামার আর ব্যক্তিগত সম্পর্ক—এই দুইয়ের মিশেলে ফের একবার চর্চার কেন্দ্রে কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) ও তাঁর স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। সম্প্রতি মুক্তি পাওয়া ‘মৃগয়া’ ছবির এক পার্টিতে হাজির ছিলেন এই জনপ্রিয় দম্পতি। সেখানেই তাঁদের খুনসুটি ও রসিকতা যেন মঞ্চের থেকেও বেশি আলো ছড়ালো (Kanchan Mallick)।
পার্টিতে শ্রীময়ীকে প্রশ্ন করা হলে তিনি জানান, তিনি ভালোই আছেন, তবে হাতে চোট পেয়েছেন। মজার ছলে বলেন, “কাঞ্চন (Kanchan Mallick) আমার ঠিক মতো যত্ন নিচ্ছে না!” এই কথায় কাঞ্চনের পাল্টা উত্তর, “এখন যা হবে, সব আমার দোষ!” পরে অবশ্য কাঞ্চন (Kanchan Mallick) জানান, শ্রীময়ীর হাতে সত্যিই আঘাত লেগেছে—একটি গাড়ির দরজা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা। বর্তমানে চলছে চিকিৎসা।
এই ইভেন্টে ছিল হাসি, মজা আর নাচ। ‘মৃগয়া’ ছবিতে আইটেম ডান্স করেছেন অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। পার্টিতে তাঁকে সঙ্গ দিতে হাজির হয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও। যদিও সৃজিতকে ডান্স ফ্লোরে দেখা যায়নি, কাঞ্চন কিন্তু একেবারে জমিয়ে দিয়েছেন। রাজেশ খান্নার জনপ্রিয় নাচের স্টেপে কাঞ্চনের (Kanchan Mallick) পারফরম্যান্সে উচ্ছ্বসিত হন উপস্থিত সবাই। পরে সুস্মিতার সঙ্গেও নাচেন তিনি।
মিডিয়ার অনুরোধে কাঞ্চন-শ্রীময়ীকেও (Kanchan Mallick) নাচতে দেখা যায়। তখন শ্রীময়ী মজা করে বলেন, “দেবদার সঙ্গেও নাচতে পারতাম ‘রিমঝিম এ ধারাতে’ গানে।” আর যেহেতু ওই দিন শহরে বৃষ্টি হচ্ছিল, তাই গানটা একদম মানানসই হয়। অল্প কিছুক্ষণ হলেও দম্পতির সেই নাচ মন কাড়ে উপস্থিত সকলের।
সেদিন আরও একটি ছবির প্রিমিয়ারে হাজির হন তাঁরা। সেখানেই ঋতুপর্ণা সেনগুপ্ত, যিনি তাঁদের পারিবারিক বন্ধু, জানিয়ে দেন যে খুব শিগগিরই তাঁর ছবিতে দেখা যেতে পারে শ্রীময়ীকেও। কাঞ্চন জানান, তাঁরও ইচ্ছে আছে ঋতুপর্ণার সঙ্গে কাজ করার।
এই পার্টি যেন শুধু একটি সিনেমার উদযাপন নয়, বরং ছিল সম্পর্ক, বন্ধুত্ব, এবং ভালবাসার এক রঙিন সন্ধ্যা।