Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • “চুক্তি ভাঙিনি, পালটা আঘাত করেছি”— গাজায় ১০৪ জনের মৃত্যুর পর ইজরায়েলের বিস্ফোরক দাবি
বিদেশ

“চুক্তি ভাঙিনি, পালটা আঘাত করেছি”— গাজায় ১০৪ জনের মৃত্যুর পর ইজরায়েলের বিস্ফোরক দাবি

gazas
Email :2

গাজায় ফের রক্তাক্ত রাত। যুদ্ধবিরতির মধ্যেই মঙ্গলবার গভীর রাতে একের পর এক বিমান হানায় কেঁপে উঠল গাজা (Israel Gaza Ceasefire)। স্বাস্থ্য কর্তৃপক্ষের দাবি, ইজরায়েলি হামলায় একরাতে অন্তত ১০৪ জন নিহত হয়েছেন, আহত শতাধিক। তবুও ইজরায়েল জানিয়েছে, তারা এখনও যুদ্ধবিরতি চুক্তি মেনে চলেছে— তবে হামাসের “উস্কানিমূলক হামলার” জবাব দিতেই এই পালটা আঘাত (Israel Gaza Ceasefire)।

ইজরায়েলি সেনা সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে গাজার বুরেইজ শরণার্থী শিবিরে এক পরিবারের পাঁচজন, গাজা সিটির সাবরা এলাকায় চারজন, এবং খান ইউনিসে একটি গাড়িতে থাকা পাঁচজন নিহত হন বিমান হানায় (Israel Gaza Ceasefire)। ইজরায়েলি সেনার দাবি, হামাস বাহিনী তাদের সৈন্যদের উপর হামলা চালিয়ে এক সেনাকে হত্যা করেছে, যা যুদ্ধবিরতির “সুস্পষ্ট লঙ্ঘন”। সেই কারণেই এই প্রতিশোধমূলক হামলা চালানো হয়।

ইজরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, “আমরা যুদ্ধবিরতি চুক্তি বজায় রাখব (Israel Gaza Ceasefire)। তবে যে কোনও লঙ্ঘনের জবাবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।” গাজা প্রশাসন অবশ্য দাবি করেছে, ইজরায়েল যুদ্ধবিরতির আড়ালে “নৃশংস গণহত্যা” চালাচ্ছে এবং নিরীহ সাধারণ মানুষই তার প্রধান শিকার।

অন্যদিকে, ইজরায়েলি সেনার মৃত্যুর খবরের পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান, “চুক্তি ভাঙেনি। ওরা (হামাস) একজন ইজরায়েলি সেনাকে মেরেছে, তাই ইজরায়েল পালটা আঘাত হেনেছে। এমনটা হলে ওদের প্রতিশোধ নেওয়া উচিত।” প্রেসিডেন্ট ট্রাম্পের এই বক্তব্যেই স্পষ্ট, যুক্তরাষ্ট্র এখনও ইজরায়েলের অবস্থানকে সমর্থন করছে।

জানা গেছে, মার্কিন মধ্যস্থতায় গঠিত এই যুদ্ধবিরতি চুক্তি ১০ অক্টোবর থেকে কার্যকর হয়েছিল। প্রায় দুই বছর ধরে চলা ভয়াবহ যুদ্ধের অবসান ঘটিয়ে এই চুক্তি কার্যকর হয়, যা ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইজরায়েলে ভয়াবহ হামলার পর শুরু হয়েছিল। কিন্তু সাম্প্রতিক সংঘর্ষে চুক্তির স্থায়িত্ব এখন প্রশ্নের মুখে।

গাজার হাসপাতালগুলোতে মরদেহে উপচে পড়ছে শীতল কক্ষ। স্থানীয় প্রশাসন জানাচ্ছে, বিমান হামলার ফলে বহু আবাসিক ভবন ধ্বংস হয়ে গিয়েছে। বেঁচে থাকা মানুষজন বলছেন, “আমরা জানি না যুদ্ধবিরতি মানে কী— প্রতিদিনই মৃত্যু নামছে আকাশ থেকে।”

মধ্যপ্রাচ্যে নতুন করে অশান্তির মেঘ জমছে। একদিকে ইজরায়েল দাবি করছে যুদ্ধবিরতি বজায় রাখছে, অন্যদিকে গাজা জুড়ে চলছে আগুন, ধোঁয়া আর ধ্বংসের হাহাকার। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি যদি দ্রুত নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে গাজা-ইজরায়েল সংঘর্ষ আবারও পূর্ণমাত্রায় যুদ্ধের দিকে গড়াতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts