ইজরায়েলি (Israel) অভিনেত্রী ও হলিউডের “ওয়ান্ডার ওম্যান” খ্যাত গাল গাদোত গাজা যুদ্ধের অবসান কামনা করে নতুন বিতর্কের জন্ম দিলেন। বৃহস্পতিবার জেরুজালেম ফিল্ম ফেস্টিভালের উদ্বোধনী রাতে তিনি এই মন্তব্য করেন, যেখানে তাকে একটি বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
৪০ বছর বয়সী গাল গাদোত, যিনি দীর্ঘদিন ধরেই ইজরায়েলি (Israel) সামরিক বাহিনী এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমর্থক হিসেবে পরিচিত, এবার তার বক্তব্যে একপ্রকার নরম সুরে শান্তির বার্তা দেন। তিনি (Israel) বলেন, “আমি প্রার্থনা করছি, গাজার এই যুদ্ধ যেন শেষ হয় এবং এখানকার সবার জীবনে যেন আবার শান্তি ও নিরাপত্তা ফিরে আসে। তবে তা সম্ভব হবে না যতক্ষণ না বন্দিরা ঘরে ফেরে।”
এই মন্তব্য ঘিরে গাদোত (Israel) এখন দুই দিক থেকেই সমালোচনার মুখে। একদিকে, গাজার পরিস্থিতিতে তার আগের অবস্থানের কারণে প্রো-প্যালেস্টাইন গোষ্ঠীগুলো তাকে তীব্রভাবে সমালোচনা করেছে। অন্যদিকে, এবার যুদ্ধবিরতির আহ্বানে ইজরায়েলের দক্ষিণপন্থী মিডিয়া তাকে “রাষ্ট্রদ্রোহী” বলতেও ছাড়ছে না।
এই প্রেক্ষাপটেও পিছিয়ে যায়নি ৪২তম জেরুজালেম ফিল্ম ফেস্টিভাল। আয়োজকরা জানান, জুন মাসে ইরানের সঙ্গে সাময়িক যুদ্ধ চলাকালীন বোমা আশ্রয়কেন্দ্রে বসেই সিদ্ধান্ত নিতে হয়েছে উৎসবের ভবিষ্যৎ নিয়ে।
ফেস্টিভালের পরিচালক রনি মাহাদাভ-লেভিন(Israel) বলেন, “আমরা জানতাম না উৎসব করতে পারব কি না, তবু স্থির থাকলাম। তবে আন্তর্জাতিক অনেক অতিথিই যাত্রা বাতিল করেছেন।”
উৎসবের উদ্বোধন হয় নরওয়ের পরিচালক জোয়াকিম ট্রিয়েরের “Sentimental Value” ছবি দিয়ে, যেটি কান ফিল্ম ফেস্টিভালেও প্রশংসিত হয়েছিল।
অন্যদিকে, চলমান গাজা যুদ্ধ গোটা আয়োজনের ওপর গভীর ছায়া ফেলেছে।
একজন ফিল্ম ছাত্র আয়াল সগেরস্কি বলেন,
“এই উৎসব চলছে যুদ্ধের মেঘের নিচে। অনেক আন্তর্জাতিক চলচ্চিত্রই এবার আসেনি ইজরায়েলের যুদ্ধনীতি নিয়ে বৈশ্বিক প্রতিবাদের কারণে।”
উল্লেখ্য, গাজা যুদ্ধ শুরু হয় ২০২৩ সালের ৭ অক্টোবর, যখন হামাস ইজরায়েলে আকস্মিক হামলা চালিয়ে ১,২১৯ জনকে হত্যা করে, যাদের বেশিরভাগই ছিল সাধারণ নাগরিক। জবাবে ইজরায়েলি সেনাবাহিনীর পাল্টা অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে ৫৮,৬৬৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই বেসামরিক।
ইজরায়েলি সেনাবাহিনী অবশ্য দাবি করেছে যে তারা সরাসরি বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে না।