বর্তমানে বাংলাদেশে (Bangladesh) উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। নানা ভাবে ভারতকে ও ভারতের পতাকাকে অসম্মান করা হচ্ছে। এই পরিস্থিতি বাংলাদেশের (Bangladesh) সঙ্গে ভারত আমদানি রফতানি কমিয়েছে। দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে শেষ আলুর ট্রাক বাংলাদেশের (Bangladesh) দিকে রহনা দিয়েছে। হিলি সীমান্ত দিয়ে আর কোনও আলুর ট্রাক বাংলাদেশে (Bangladesh) যাবে না। হিলি সীমান্ত দিয়ে অনির্দিষ্ট কালের জন্য বাংলাদেশে (Bangladesh) আলু রফতানি বন্ধ করা হল।
হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে আলু রফতানির জন্য ট্রাক বা লরির স্লট বুকিং বন্ধ করে দেওয়া হয়েছে বলে আগেই খবর পাওয়া গিয়েছিল। বাংলাদেশে লাগাতার অশান্তির জেরে গত কয়েক দিন ধরে হিলি সীমান্তে বেশ কিছু পণ্যবাহী ট্রাক আটকে ছিল। যার মধ্য়ে ১৬ থেকে ১৮টির মতো আলুবোঝাই ট্রাকও ছিল। রবিবার সেই আলুর ট্রাকগুলো বাংলাদেশে রহনা দেয়। বর্তমানে অনির্দিষ্টকালের জন্য হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে আলু আমদানি বন্ধ করা হল। এদিন যে আলু বাংলাদেশে পাঠানো হয়েছে, তার স্লট বুকিং অনেক আগে করা হয়েছিল। হিলি সীমান্তে আলুর স্লট বুকিং বন্ধ হয়ে যায় গত ২৭ নভেম্বর। বাংলাদেশ অনেকাংশে ভারতীয় আমদানির ওপর নির্ভর করে। ভারত থেকে আলু আমদানি করতে না পারলে বিপাকে পড়বে বাংলাদেশ। দাম হবে আকাশ ছোঁওয়া।
অন্যদিকে, অশান্ত বাংলাদেশের পরিস্থিতি। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। শুধু সংখ্যালঘুদের ওপর অত্যাচার নয়, খুন, অরাজকতা সব লেগেই রয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হতে শুরু করেছে। ইতিমধ্যে যে কোনও সীমান্ত সীল হতে পারে বলে আতঙ্ক ছড়িয়েছে। সেই আতঙ্কে বাংলাদেশীরা পেট্রোপল সীমান্তে ভিড় করতে শুরু করেছেন। দেশে গেলেও নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কার্যত সেই আতঙ্কে ভারতে এসেছিলেন। এখন সীমান্ত বন্ধের আতঙ্কে ফের দেশে ফেরার তাড়া দেখা দিয়েছে বাংলাদেশী নাগরিকদের মধ্যে। পেট্রোপোল সীমান্ত বাংলাদেশীদের ভিড় ক্রমেই বাড়ছে।