Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • সানার মাঝেই রক্তগঙ্গা! ইসরায়েলি এয়ারস্ট্রাইকে নিহতপ্রধানমন্ত্রী ও একাধিক মন্ত্রী
বিদেশ

সানার মাঝেই রক্তগঙ্গা! ইসরায়েলি এয়ারস্ট্রাইকে নিহতপ্রধানমন্ত্রী ও একাধিক মন্ত্রী

houthi
Email :4

ইয়েমেনে ইসরায়েলের ভয়ঙ্কর বিমান হামলায় নিহত হলেন আহমেদ আল-রাহাবি, হুতি নিয়ন্ত্রিত সরকারের প্রধানমন্ত্রী (PM Dead)। ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী শনিবার এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার সানায়া শহরে একটি হামলায় আল-রাহাবি নিহত হন (PM Dead)। শুধু তিনিই নন, একাধিক মন্ত্রীও প্রাণ হারান। ওই সময় তারা একটি কর্মশালায় অংশ নিচ্ছিলেন, যেখানে সরকারের এক বছরের কাজকর্ম পর্যালোচনা হচ্ছিল (PM Dead)।

আহমেদ আল-রাহাবি ২০২৪ সালের আগস্ট থেকে হুতি প্রশাসনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ইসরায়েলি সেনাবাহিনীও হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের দাবি, “সানার এলাকায় হুতি সন্ত্রাসী সরকারের সামরিক টার্গেটে নিখুঁত আঘাত হানা হয়েছে।”

গাজা যুদ্ধ শুরুর পর থেকেই ফিলিস্তিনের জোরালো সমর্থক হিসেবে বারবার আলোচনায় এসেছে হুতিরা। গত কয়েক মাস ধরে তারা ইসরায়েলের দিকে বহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুঁড়েছে। অধিকাংশই ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে, তবে হামলা বন্ধ হয়নি।

এর আগে, চলতি সপ্তাহেই ইসরায়েলের বিমান হামলায় সানার বিভিন্ন জায়গা কেঁপে ওঠে। হুথি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, অন্তত ১০ জন নিহত এবং ১০০’র বেশি মানুষ আহত হয়েছে।

সংঘাত এখন লাল সাগরেও ছড়িয়ে পড়েছে। হুতিরা সেখানে ইসরায়েল-সম্পর্কিত জাহাজগুলোকে নিশানা করছে। জবাবে ইসরায়েল বারবার হামলা চালাচ্ছে সানা এবং হোদেইদা বন্দরের মতো গুরুত্বপূর্ণ এলাকায়। গত মে মাসের এক হামলায় অকেজো হয়ে যায় সানার বিমানবন্দর।

উল্লেখযোগ্যভাবে, চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্র ও হুতিদের মধ্যে একটি সমঝোতা হয়েছিল। তাতে বলা হয়, হুথিরা যদি লাল সাগরে জাহাজ টার্গেট করা বন্ধ করে, তবে মার্কিন বিমান হামলাও বন্ধ হবে। কিন্তু হুতিদের দাবি, এই চুক্তি তাদের ইসরায়েলি-সমর্থিত লক্ষ্যবস্তুতে আঘাত হানার পথে কোনো বাধা তৈরি করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts