তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে হাউথি বিদ্রোহীদের মিসাইল হামলার (Missile attack) পর মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের আশঙ্কা জোরাল। রবিবারের ওই হামলায় (Missile attack) আহত হয়েছেন অন্তত ৬ জন। ক্ষেপণাস্ত্রটি (Missile attack) বিমানবন্দরের টার্মিনাল ৩-এর পার্কিং এলাকায় আছড়ে পড়ে, যদিও মূল ভবন বা রানওয়ের কোনও বড় ক্ষতি হয়নি। হামলার জেরে (Missile attack) সাময়িকভাবে বন্ধ রাখা হয় বিমান চলাচল। দিল্লি থেকে রওনা হওয়া একটি এয়ার ইন্ডিয়ার বিমানকেও (Missile attack) শেষ মুহূর্তে আবুধাবিতে নামাতে হয়।
এই ঘটনার পর কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বলেন, “এটি কোনো এককালীন প্রতিক্রিয়া হবে না। বারবার হামলা চালানো হবে। ধ্বংসযজ্ঞ শুরু হবে।” তিনি আরও জানান, হাউথিদের বিরুদ্ধে অতীতেও ব্যবস্থা নেওয়া হয়েছে, এবারও নেওয়া হবে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় অভিযান চালিয়ে যাচ্ছে ইজরায়েল। তারই পালটা প্রতিক্রিয়ায় ইরান-সমর্থিত হাউথি ও হেজবোল্লার মতো সংগঠনগুলি ইজরায়েলের বিরুদ্ধে হামলা শুরু করে। এর আগে একাধিকবার ইজরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে হাউথিরা। এবার বিমানবন্দরে হামলার পর নেতানিয়াহুর সাফ বার্তা, প্রতিটি আঘাতের জবাব ‘ধ্বংসাত্মক’ হবে।