ইয়েমেন থেকে ইজরায়েলের (Israel) দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র শনিবার সফলভাবে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইজরায়েলি সেনাবাহিনী। সামরিক সূত্র অনুযায়ী, এটি “সম্ভবত সফলভাবে প্রতিহত করা হয়েছে”।
ইজরায়েলের (Israel) দাবি, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা, যারা ইরানঘনিষ্ঠ এবং বর্তমানে দেশের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করছে, গাজার সঙ্গে সংহতি জানিয়ে ইজরায়েলের (Israel) উপর ধারাবাহিক হামলা চালাচ্ছে। যদি এই ধরনের হামলা চলতেই থাকে, তবে হুথিদের বিরুদ্ধে নৌ ও বিমান অবরোধ জারি করার হুঁশিয়ারি দিয়েছে ইজরায়েল।
২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হুথি বাহিনী ইজরায়েল ও লাল সাগরের বাণিজ্যপথে লক্ষ্য করে একাধিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে আসছে। এতে বিশ্বের বাণিজ্য ও জাহাজ চলাচলে মারাত্মক প্রভাব পড়েছে (Israel)।
তবে এখন পর্যন্ত বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে বা লক্ষ্যে পৌঁছনোর আগেই ব্যর্থ হয়েছে বলে দাবি করছে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এসব হামলার জবাবে ইজরায়েলও হুথি নিয়ন্ত্রিত অঞ্চলে পাল্টা হামলা চালিয়েছে।
ইজরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং দেশের আকাশসীমা ও সমুদ্রপথ রক্ষায় যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত। অন্যদিকে, হুথি বাহিনীও ঘোষণা করেছে, যতদিন গাজায় ইজরায়েলি আগ্রাসন চলবে, ততদিন তারা হামলা চালিয়ে যাবে।
এখন প্রশ্ন উঠছে—মধ্যপ্রাচ্যে কি আরও বড় সংঘাতের দিকে এগোচ্ছে পরিস্থিতি?