ঘূর্ণিঝড় ‘উইফা’র তাণ্ডবে থমকে গেল হংকং (Honkong)! ঘণ্টায় ১৬৭ কিমি বেগে ধেয়ে এল ভয়াল ঝড়, ২০০-র বেশি ফ্লাইট বাতিল, জনজীবনে বিপর্যয়। রবিবার হংকং (Honkong) জারি করল তার সর্বোচ্চ ঝড় সতর্কতা—নং ১০ সিগনাল। ভয়াল ঘূর্ণিঝড় ‘উইফা’ প্রবল গতিতে আছড়ে পড়েছে শহরের দক্ষিণাঞ্চলে। স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে হংকংয়ের আবহাওয়া দফতর এই সতর্কতা জারি করে এবং জানায় যে এটি “কিছু সময়ের জন্য বজায় থাকবে।”
আবহাওয়া অফিস জানিয়েছে, উইফা ঘূর্ণিঝড়টি আবহাওয়া দফতরের অবস্থান থেকে মাত্র ৫০ কিলোমিটার দক্ষিণে দিয়ে বয়ে যাচ্ছে (Honkong)। এর ফলে হংকংয়ের দক্ষিণাংশে বইছে হারিকেন-তুল্য প্রবল বাতাস। এই ঝড়ের গতি ঘণ্টায় ১৬৭ কিলোমিটার ছাড়িয়েছে, যার ফলে গোটা অঞ্চলে বইছে আতঙ্কের হাওয়া।
পরিস্থিতির জেরে রবিবার সকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হংকং (Honkong) আন্তর্জাতিক বিমানবন্দরে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ তাদের সব আগমন ও প্রস্থানকারী ফ্লাইট বাতিল করেছে। যাত্রীদের টিকিট পরিবর্তনের ফি মাফ করে পুনরায় বুকিংয়ের সুযোগও দিয়েছে তারা।
শুধু বিমান নয়, ভয়াবহ সাগর স্ফীতির কারণে রবিবার হংকংয়ে (Honkong) বেশিরভাগ ফেরি পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এছাড়াও অন্যান্য গণপরিবহনও আংশিক বা সম্পূর্ণভাবে স্থগিত করা হয়েছে, ফলে শহরের জনজীবনে নেমে এসেছে কার্যত স্থবিরতা।
উইফা ঘূর্ণিঝড় এখনো পুরোপুরি পেরিয়ে যায়নি। আবহাওয়া দফতর সতর্ক করে জানিয়েছে, প্রবল বৃষ্টি এবং দমকা হাওয়া অব্যাহত থাকবে। নাগরিকদের বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে, এবং উপকূলবর্তী এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে অনুরোধ জানানো হয়েছে।