Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ভয়াবহ দুর্ঘটনা! বিমানবন্দরের রানওয়ে থেকে পিছলে সমুদ্রে পড়ল বিমান, মৃত ২
বিদেশ

ভয়াবহ দুর্ঘটনা! বিমানবন্দরের রানওয়ে থেকে পিছলে সমুদ্রে পড়ল বিমান, মৃত ২

honglomg plane crash
Email :3

ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় কেঁপে উঠল হংকং আন্তর্জাতিক বিমানবন্দর। সোমবার ভোরে দুবাই থেকে আসা একটি বোয়িং ৭৪৭ কার্গো বিমান অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে গিয়ে সরাসরি সমুদ্রে পড়ে যায় (Hong Kong Plane Crash)। স্থানীয় সময় ভোর ৩টে ৫০ মিনিট নাগাদ (ভারতীয় সময়ে রবিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিট) ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

হংকং অসামরিক উড়ান পরিবহন দফতর জানিয়েছে, বিমানটি অবতরণের পর উত্তর রানওয়ে থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে যায় (Hong Kong Plane Crash) এবং পাশের সমুদ্রে গিয়ে পড়ে। ঘটনায় মৃত্যুবরণ করেছেন রানওয়ের কাছেই থাকা দুই গ্রাউন্ড কর্মী (Hong Kong Plane Crash)। তাদের গাড়িটিকে প্রথমে বিমানের চাকা পিষে দেয়, তারপরই বিমানটি পানিতে গড়িয়ে যায়।

বিমানে থাকা চারজন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে (Hong Kong Plane Crash)। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্মকর্তাদের মতে, বিমানটি যদি যাত্রীবাহী হত, তাহলে বিপুল প্রাণহানি ঘটতে পারত।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে, বিশাল বোয়িং বিমানের লেজ ও সামনের অংশ ভেঙে আলাদা হয়ে গিয়েছে (Hong Kong Plane Crash), বিমানের একাংশ ডুবে রয়েছে সমুদ্রে। আপদকালীন দরজাগুলি খোলা, বিমানের চাকা ও ডানাও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত।

দুর্ঘটনার পরই হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে উত্তর রানওয়ে বন্ধ ঘোষণা করে। বর্তমানে দক্ষিণ ও মধ্য রানওয়েতে সীমিত আকারে বিমান ওঠানামা করা হচ্ছে। হংকং বিমানবন্দর বিশ্বের অন্যতম ব্যস্ত কার্গো টার্মিনাল হওয়ায় এর প্রভাব পড়েছে একাধিক ফ্লাইটের সময়সূচিতে।

দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ছিল প্রায় ৩২ বছরের পুরনো। একসময় যাত্রীবাহী হিসেবে ব্যবহার হলেও, পরে তা ফ্রেট বিমানে রূপান্তর করা হয়। হংকং প্রশাসন জানিয়েছে, কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা জানতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

দুবাই থেকে পণ্য নিয়ে আসা এই বিমানটির এভাবে শেষ মুহূর্তে নিয়ন্ত্রণ হারানোয় প্রশ্ন উঠছে বিমানটির রক্ষণাবেক্ষণ ও আবহাওয়ার ভূমিকা নিয়েও। আপাতত হংকং প্রশাসন ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং সমস্ত তথ্য সংগ্রহ করছে (Hong Kong Plane Crash)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts