Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • আমেরিকায় হ্যালোউইন আতঙ্ক! রক্তঝরার ছক ভেস্তে দিল FBI, গ্রেফতার একাধিক
বিদেশ

আমেরিকায় হ্যালোউইন আতঙ্ক! রক্তঝরার ছক ভেস্তে দিল FBI, গ্রেফতার একাধিক

arrested
Email :4

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে বড়সড় সন্ত্রাসী হামলার (Halloween terror attack) ছক ভেস্তে দিল FBI। হ্যালোউইন সপ্তাহান্তে আতঙ্কের আবহ তৈরি করে, ধরাশায়ী হওয়ার আগেই গ্রেফতার হলেন একাধিক সন্দেহভাজন। শুক্রবার সকালেই সমন্বিত অভিযানে নেমে এই সম্ভাব্য হামলা বানচাল করে ফেডারেল সংস্থা। দ্রুত পদক্ষেপের ফলে অল্পের জন্য বেঁচে গেল অসংখ্য নিরীহ মানুষ— এমনই দাবি তদন্তকারীদের।

FBI ডিরেক্টর কাশ প্যাটেল সোশ্যাল মিডিয়ায় জানান, সকালের অভিযানে (Halloween terror attack) একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে, যারা নাকি হ্যালোউইন ছুটির সময়ে ভয়ঙ্কর হামলার পরিকল্পনা করছিলেন। যদিও কারও পরিচয় কিংবা হামলার প্রকৃতি এখনই প্রকাশ করা হয়নি, তবে তাঁর কথায় পরিষ্কার, অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি তৈরি হওয়ার আগে তত্পরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে FBI (Halloween terror attack)। প্যাটেল লিখেছেন, “আজ সকালে সম্ভাব্য সন্ত্রাসী হামলা নস্যাৎ করা হয়েছে। আমাদের গোয়েন্দা ও আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যদের ধন্যবাদ— তাঁরা দিনরাত পাহারা দিচ্ছেন, দেশের সুরক্ষার জন্য।”

ঘটনার পর মিশিগানের ডিয়ারবর্ন এবং ইনক্সটার শহরে বড়সড় উপস্থিতি ছিল FBI এজেন্টদের। স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়লেও (Halloween terror attack), FBI-র ডেট্রয়েট ফিল্ড অফিস এবং ডিয়ারবর্ন পুলিশ স্পষ্ট জানিয়েছে— এখন কোনও জননিরাপত্তা হুমকি নেই। ডিপার্টমেন্ট জানায়, “আজ সকালে ডিয়ারবর্ন এলাকায় FBI অভিযান চালিয়েছে। তবে আমাদের বাসিন্দারা নিশ্চিন্ত থাকুন, কোনও বিপদ নেই।”

যদিও তদন্ত এখনও গোপনে চলছে, মার্কিন প্রশাসনের বার্তা স্পষ্ট— দেশে সন্ত্রাসবাদী কার্যকলাপের সুযোগ নেই। কে বা কারা এই পরিকল্পনার নেপথ্যে, কোথা থেকে সাহায্য পাচ্ছিলেন তারা— সেই দিকেই এখন নজর তদন্তকারীদের। গোটা দেশ যখন উৎসবের আনন্দে ব্যস্ত, তখন নৃশংস হামলার ছক— স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে আমেরিকা জুড়ে।

সন্ত্রাসের ছায়া কতটা গভীরে পৌঁছেছে, তা এখনও জানতে মরিয়া FBI। তবে আপাতত আতঙ্ক কাটিয়ে স্বস্তির নিশ্বাস ফেলছে মিশিগানবাসী। আর দেশ দেখল— এক মুহূর্তের তত্পরতা কত প্রাণ বাঁচাতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts