গ্রিনকার্ডের (Green Card) স্বপ্ন বুকে নিয়ে ইন্টারভিউ দিতে গিয়ে হঠাৎ হাতকড়া পরিয়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে প্রবাসীদের। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে আমেরিকার সান দিয়েগো শহর থেকে। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সেখানকার অভিবাসন দফতরে নিয়মিত গ্রিনকার্ড (Green Card) ইন্টারভিউ চলাকালীনই ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়া আবেদনকারীদের আটক করছে কেন্দ্রীয় সংস্থা। ভয়াবহ বিষয় হল, এই তালিকায় রয়েছেন মার্কিন নাগরিকদের স্বামী বা স্ত্রীও।
এক অভিবাসন আইনজীবীর দাবি, তাঁর এক মক্কেল গ্রিনকার্ড (Green Card) ইন্টারভিউ দিতে যাওয়ার পর তাঁকে হাতকড়া পরিয়ে আটক করা হয়। ওই আইনজীবী জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে অন্তত পাঁচ জন মক্কেলকে একইভাবে তুলে নেওয়া হয়েছে। তাঁদের সকলেই আইন মেনে দেশে প্রবেশ করেছিলেন, কিন্তু ভিসার সময়সীমা পেরিয়ে গিয়েছিল। কারও বিরুদ্ধে কোনও অপরাধের রেকর্ড নেই। তবু তাঁদের গ্রেপ্তার করা হয়েছে (Green Card)।
আরও এক আইনজীবীর বক্তব্য, কয়েক সপ্তাহ আগে থেকে এই ধরনের ঘটনা শুরু হয়েছে। তাঁর বহু মক্কেল আতঙ্কিত হয়ে ফোন করছেন। এখনও পর্যন্ত এই ধরনের গ্রেপ্তার শুধুমাত্র সান দিয়েগোর অভিবাসন দফতরেই দেখা যাচ্ছে বলে জানা গিয়েছে।
আইনজীবীদের পরামর্শ, যাঁদের গ্রিনকার্ড ইন্টারভিউ নির্ধারিত রয়েছে, তাঁরা অবশ্যই নির্ধারিত দিনে উপস্থিত হবেন। কারণ ইন্টারভিউতে উপস্থিত না হলে আবেদন বাতিল হয়ে যেতে পারে। তবে একই সঙ্গে পরিবার ও কর্মক্ষেত্রে আগাম সব ব্যবস্থা করে রাখতে বলা হয়েছে, যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার পরামর্শও দেওয়া হচ্ছে। কারণ যাঁরা ভিসার মেয়াদ ছাড়িয়ে রয়েছেন, তাঁদের যেকোনও সময় গ্রেপ্তার করা হতে পারে।
এই ঘটনায় প্রবাসী ভারতীয় সহ বহু অভিবাসী পরিবারে চরম উদ্বেগ ছড়িয়েছে। আইন মেনে নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়াতেই এখন ভয় ঢুকে পড়েছে হাজার হাজার মানুষের মনে।












