Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • ওলি চলে গেলেও আন্দোলনের ক্রোধ কমেনি, কাঠমান্ডুতে চলছে অবস্থান বিক্ষোভ
বিদেশ

ওলি চলে গেলেও আন্দোলনের ক্রোধ কমেনি, কাঠমান্ডুতে চলছে অবস্থান বিক্ষোভ

nepal former pm oli
Email :4

নেপালের (Nepal) ‘জেন জি’ দাবি করেছে, প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নির্দেশে পুলিশ আন্দোলন দমন করতে গুলি চালিয়েছিল। তাঁদের (Nepal)অভিযোগ, ওলি এবং তাঁর সহযোগীরা ক্ষমতার অপব্যবহার করেছেন। শুধু ওলিই নয়, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও গ্রেপ্তারির দাবি তুলেছেন তারা।

শনিবার ‘জেন জি’র এক সাংবাদিক সম্মেলনে উপদেষ্টা ডঃ নিকোলাস ভূষাল (Nepal) বলেন, “ওলি, লেখক এবং কাঠমান্ডুর জেলা কর্মকর্তা ছবি রিজালের নির্দেশেই নতুন বানেশ্বর এলাকায় আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়েছিল। সেখানে অন্তত ১৯ জন মারা যায়। এদের বিরুদ্ধে উচ্চ পর্যায়ের কমিশন গঠন করে তদন্ত হওয়া উচিত। কেন তাদের এত সম্পদ? এত অর্থ কিভাবে এসেছে?”

অন্যদিকে, ওলি এবং লেখকের গ্রেপ্তারির দাবিতে কাঠমান্ডুর সিংহ দরবারে অবস্থান বিক্ষোভ চলছে (Nepal)। প্রাক্তন ওলির সরকারের বিরুদ্ধে আগে থেকেই দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছিল।

গত ৪ সেপ্টেম্বর নেপালে আচমকাই ফেসবুক, ইউটিউব, এক্স সহ প্রায় সব সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা হয়। এতে দেশজুড়ে ক্ষোভ ছড়ায়। আন্দোলনে নামে তরুণ প্রজন্ম। কয়েক ঘণ্টার মধ্যেই হিংসাত্মক পরিস্থিতি সৃষ্টি হয়। এর ফলে অন্তত ৭২ জন মারা যায়, এবং ২০০০-এর বেশি মানুষ আহত হন। জনরোষে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে পালায় ওলি। কিন্তু তারপরেও আন্দোলনের ক্রোধ কমেনি। ‘জেন জি’ এখনও তাঁদের গ্রেপ্তারের দাবিতে সজাগ।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts