Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • হার্ভার্ডে ফিরছেন গীতা! আইএমএফের ‘ব্রিলিয়্যান্ট ব্রেন’ কেন পিছু হটলেন? রইল বিস্তারিত
বিদেশ

হার্ভার্ডে ফিরছেন গীতা! আইএমএফের ‘ব্রিলিয়্যান্ট ব্রেন’ কেন পিছু হটলেন? রইল বিস্তারিত

gita gopinath
Email :2

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা গীতা গোপীনাথ (Geeta Gopinath) পদত্যাগ করছেন। চলতি বছরের আগস্টের শেষে তিনি আইএমএফ ছাড়বেন এবং ফিরে যাবেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে, এমনটাই জানানো হয়েছে আইএমএফ-এর তরফে সোমবার প্রকাশিত এক সরকারি বিবৃতিতে (Geeta Gopinath)।

ভারতীয় বংশোদ্ভূত ও মার্কিন নাগরিক গীতা গোপীনাথের (Geeta Gopinath) এই সিদ্ধান্তে আইএমএফের অভ্যন্তরেই বিস্ময়ের সৃষ্টি হয়েছে। রয়টার্স জানায়, এই সিদ্ধান্ত একান্তভাবে গোপীনাথের (Geeta Gopinath) নিজস্ব উদ্যোগ বলে মনে করা হচ্ছে। মার্কিন ট্রেজারি বিভাগ—যা আইএমএফে সবচেয়ে বেশি শেয়ারের মালিক—এখনও এই সিদ্ধান্ত নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি। সাধারণত ইউরোপীয় দেশগুলি আইএমএফ-এর ম্যানেজিং ডিরেক্টর পদের জন্য প্রার্থী দেয়, আর ফার্স্ট ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে মার্কিন সুপারিশেই নিয়োগ হয় (Geeta Gopinath)।

আইএমএফের প্রধান ক্রিস্টালিনা জর্জিভা এই বিদায়ে গভীর শ্রদ্ধা ও আবেগের সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, “গীতা (Geeta Gopinath) এক অসাধারণ মেধা ও নম্রতার সম্মিলন। কোভিড মহামারি, যুদ্ধ, জীবনযাত্রার ব্যয় সংকট ও বৈশ্বিক বাণিজ্যে বড়সড় পরিবর্তনের মতো দুর্দান্ত চ্যালেঞ্জের সময়ে তিনি সংস্থাকে যে দক্ষ নেতৃত্ব দিয়েছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে।”

২০১৯ সালে আইএমএফ-এ প্রথম মহিলা চিফ ইকনোমিস্ট হিসেবে যোগ দিয়েছিলেন গোপীনাথ। ২০২২ সালের জানুয়ারিতে তিনি পদোন্নতি পেয়ে ফার্স্ট ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হন।

কোভিড মহামারির সময়ে তাঁর নেতৃত্বে তৈরি হয় আইএমএফ-এর ঐতিহাসিক ‘প্যান্ডেমিক প্ল্যান’। তিনি যে বিশ্ব অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি বা World Economic Outlook–এর নেতৃত্বে ছিলেন, তা করোনা-পরবর্তী অর্থনৈতিক চিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তাঁর নেতৃত্বে ‘ইন্টিগ্রেটেড পলিসি ফ্রেমওয়ার্ক’ (IPF)-এর বিকাশ ঘটে, যা বিভিন্ন দেশের অর্থনৈতিক ও আর্থিক স্থিতিশীলতার কৌশল তৈরিতে কার্যকর হাতিয়ার হিসেবে কাজ করে।

জি-৭ এবং জি-২০ সম্মেলনে আইএমএফের প্রতিনিধি হিসেবে তিনি যে দৃঢ়তা ও সততার সঙ্গে বক্তব্য রেখেছেন, তাও আন্তর্জাতিক মহলে প্রশংসিত।

বিদায়ী বার্তায় গীতা গোপীনাথ বলেন, “এই জীবনে একবারই পাওয়া যায় এমন এক অভিজ্ঞতা ছিল আইএমএফে কাজ করা। আমি কৃতজ্ঞ ক্রিস্টালিনা জর্জিভা এবং ক্রিস্টিন লাগার্দের প্রতি, যিনি আমাকে চিফ ইকনোমিস্ট হিসেবে নিয়োগ করেছিলেন।”

এবার তিনি ফিরছেন একাডেমিয়ার জগতে। হার্ভার্ড ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের ‘Gregory and Ania Coffey Professor of Economics’ নামে নতুন এক সম্মানজনক অধ্যাপক পদে নিযুক্ত হতে চলেছেন তিনি।

গোপীনাথ জানান, “আমি আবার ফিরে যাচ্ছি আমার শিকড়ে, গবেষণার মাধ্যমে বৈশ্বিক আর্থিক চ্যালেঞ্জের সমাধান খুঁজতে ও ভবিষ্যৎ প্রজন্মের অর্থনীতিবিদদের প্রশিক্ষণ দিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts