Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • India Pakistan Tension: ভারতের বিরুদ্ধে তীব্র হামলার নেপথ্যে রয়েছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ! সামনে এল চাঞ্চল্যকর তথ্য
বিদেশ

India Pakistan Tension: ভারতের বিরুদ্ধে তীব্র হামলার নেপথ্যে রয়েছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ! সামনে এল চাঞ্চল্যকর তথ্য

Email :2

ভারতের সঙ্গে সাম্প্রতিক (India Pakistan Tension) সংঘর্ষে পাকিস্তানের সশস্ত্র প্রতিক্রিয়ার নেপথ্যে প্রাক্তব প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভূমিকা ছিল বলে বিস্ফোরক দাবি করলেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তথ্য মন্ত্রী আজমা বুখারি (India Pakistan Tension)। ভারতের হামলায় পাকিস্তানের ১১টি বিমানঘাঁটি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও ভারতের হামলায় (India Pakistan tension) পাকিস্তানের কম পক্ষে ১০০ জন জঙ্গি নিকেশ হয়েছে।

আজমা জানান, ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সেনা অভিযান সরাসরি নওয়াজ শরিফের তত্ত্বাবধানে পরিকল্পিত হয়েছিল। তাঁর কথায়, “নওয়াজ শরিফ এ, বি বা সি ক্যাটাগরির নেতা নন। তিনি কাজ দিয়ে নিজেকে প্রমাণ করেন।”

প্রসঙ্গত, ‘অপারেশন সিঁদুর’ নামক অভিযানে ভারতের পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানের নূর খান এয়ারবেসসহ একাধিক গুরুত্বপূর্ণ বায়ুসেনা ঘাঁটি আক্রান্ত হয় এবং ১০০-এরও বেশি জঙ্গির মৃত্যুর দাবি করেছে ভারতীয় প্রতিরক্ষা সূত্র। ৭ মে রাতে শুরু হওয়া এই প্রতিআক্রমণে একের পর এক পাকিস্তানি ড্রোন ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করলেও, অধিকাংশই সফল হয়নি বলে জানানো হয়েছে।

এই পটভূমিতেই পাকিস্তানের পক্ষ থেকে সংঘর্ষ বিরতির ঘোষণা আসে। ঠিক এই সময়েই আজমা বুখারির এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, যদিও সোশ্যাল মিডিয়ায় সরাসরি এই সামরিক অভিযানে নিজের ভূমিকা স্পষ্ট করেননি নওয়াজ শরিফ, তবে তিনি বরাবরই ভারত-পাকিস্তান উত্তেজনার শান্তিপূর্ণ সমাধানের পক্ষেই কথা বলে এসেছেন।

সম্প্রতি এক্স (পূর্বে টুইটার)-এ দেওয়া একটি পোস্টে তিনি লেখেন, “পাকিস্তান শান্তিপ্রিয় একটি দেশ, তবে আমরা জানি কিভাবে আত্মরক্ষা করতে হয়।”
তিনি আরও লেখেন, “পাকিস্তানকে গর্বিত করার জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাপ্রধান জেনারেল আসিম মুনির, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির সিন্ধু এবং আমাদের সশস্ত্র বাহিনীকে অভিনন্দন জানাই।”

উল্লেখ্য, নওয়াজ শরিফ তিনবার পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে পাকিস্তানের শাসক দল পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ)-এর প্রধান। এর আগে, ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে তাঁর শাসনকালেই পাকিস্তান ভারতের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছিল, যেখানে ভারতীয় বাহিনী চূড়ান্ত জয় পেয়েছিল।

২০২৫ সালের এই নতুন সংঘাতে তাঁর ভূমিকাকে ঘিরে আবারও উঠে এল পুরনো প্রশ্ন—নওয়াজ শরিফ কি কূটনীতির পথে, নাকি সংঘাতের নেপথ্য নায়ক?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts