ভারতের দিকে কুদৃষ্টি দেওয়ার আগে ঘর সামলাক পাকিস্তান (Lahore airport)! যে দেশ ভারতকে বিপাকে ফেলতে উঠেপড়ে লেগেছে, সেই পাকিস্তানেই এবার ভয়ঙ্কর বিপত্তি (Lahore airport)। দাউদাউ করে জ্বলছে লাহোরের আলমা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দর (Lahore airport)। কালো ধোঁয়ার চাদরে ঢেকে গিয়েছে গোটা এলাকা (Lahore airport)। বন্ধ করা হয়েছে বিমান চলাচল (Lahore airport)।
শনিবার সকালে মর্মান্তিক এই ঘটনা ঘটে। পাকিস্তান সেনার একটি বিমান অবতরণের সময় আচমকা টায়ার থেকে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বিমানবন্দরে। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।
যার জেরে লাহোর বিমানবন্দরে রানওয়ে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। বাতিল করা হয় সমস্ত ফ্লাইট। দমকলের একের পর এক ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে, তবে এখনও পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি।
সূত্রের খবর, বিশাল কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে বিমানবন্দরের পুরো চত্বর। যাত্রীরা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সবরকম চেষ্টা চলছে।