ডাভোসে বিশ্ব অর্থনৈতিক মঞ্চের একটি আলোচনাসভায় পরোক্ষভাবেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ উদ্যোগকে খোঁচা দিলেন টেক ধনকুবের ইলন মাস্ক (Elon Musk)। শব্দের খেলায় মাস্ক বুঝিয়ে দেন, এই উদ্যোগ আদৌ শান্তির জন্য, না কি জমি দখলের পরিকল্পনা— সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।
ব্ল্যাকরকের সিইও ল্যারি ফিঙ্কের সঙ্গে মঞ্চ ভাগ করে মাস্ক (Elon Musk) বলেন, তিনি ‘পিস সামিট’-এর কথা শুনে ভেবেছিলেন, এটা শান্তি না কি ‘পিস’ মানে একটু একটু করে গ্রিনল্যান্ড বা ভেনেজুয়েলার অংশ নেওয়ার কথা। দর্শকাসন থেকে তখন হালকা হাসির শব্দ শোনা যায়। ব্যঙ্গের সুরে মাস্ক আরও বলেন, সবাই তো শান্তিই চাই।
ট্রাম্পের নেতৃত্বে গঠিত ‘বোর্ড অব পিস’ প্রথমে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার জন্য একটি ছোট গোষ্ঠী হিসেবে ভাবা হয়েছিল। পরে সেই পরিকল্পনা অনেকটাই বড় হয়। একাধিক দেশকে আমন্ত্রণ জানানো হয় এবং ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন সংঘাত মেটানোর মঞ্চ হিসেবে এই বোর্ডকে তুলে ধরেন ট্রাম্প।
মাস্কের (Elon Musk) মন্তব্যে স্পষ্ট ইঙ্গিত ছিল ট্রাম্পের সাম্প্রতিক কিছু বক্তব্যের দিকে, যেখানে গ্রিনল্যান্ড ও ভেনেজুয়েলা নিয়ে তাঁর আগ্রহ প্রকাশ পেয়েছে। সেই কারণেই অনেকের মতে, ‘শান্তি’-র আড়ালে বৃহত্তর ভূরাজনৈতিক লক্ষ্য লুকিয়ে থাকতে পারে।
ট্রাম্প ও মাস্কের সম্পর্কও বেশ জটিল। এক সময় ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন মাস্ক। তবে গত এক বছরে প্রকাশ্যে তীব্র মতবিরোধ, দূরত্ব এবং পরে আবার সমঝোতার পথেও হেঁটেছেন দু’জনে।
আলোচনার এক পর্যায়ে মাস্ক ফিরে যান তাঁর পরিচিত বিষয়ে। তিনি বলেন, ভবিষ্যতে মানবাকৃতি রোবট সমাজের চেহারা বদলে দেবে। মানুষের কাজের প্রয়োজন অনেকটাই কমে যাবে। তাঁর দাবি, এমন এক সময় আসবে যখন মানুষের থেকে রোবটের সংখ্যা বেশি হবে, এমনকী রোবটই আবার নতুন রোবট তৈরি করবে।
মাস্কের কথায়, এত পণ্য ও পরিষেবা তৈরি হবে যে তার কোনও অভাব থাকবে না। তিনি বলেন, পৃথিবীর প্রায় সবাই চাইবেন বৃদ্ধ বাবা-মা বা শিশুদের দেখাশোনার জন্য একটি রোবট। সেই সঙ্গে জানান, আগামী বছরের শেষের দিকেই সাধারণ মানুষের জন্য মানবাকৃতি রোবট বিক্রি শুরু করার পরিকল্পনা রয়েছে টেসলার।
ডাভোসে মাস্কের উপস্থিতি ঘিরে খানিকটা বিদ্রুপও রয়েছে। কারণ অতীতে বহুবার এই সম্মেলনকে কটাক্ষ করেছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ ডাভোসকে ‘বোরিং’ বলেছেন মাস্ক। এমনকী বিশ্ব অর্থনৈতিক মঞ্চকে তিনি একাধিকবার ‘জনগণের দ্বারা নির্বাচিত নয় এমন বিশ্ব সরকার’ বলেও কটাক্ষ করেছেন।











