আবার ভয় ধরাল প্রকৃতি। এবার তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কার উপকূল (Earthquake)। বুধবার স্থানীয় সময় দুপুর ১২টা ৩৭ মিনিটে (ভারতীয় সময় রাত ৮টা ৩৭ মিনিটে) আলাস্কার স্যান্ড পয়েন্ট আইল্যান্ডের দক্ষিণে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৭.৩। উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ২০.১ কিলোমিটার গভীরে (Earthquake)।
ভূমিকম্পের (Earthquake) জেরে মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সমুদ্রের জল পিছিয়ে যেতে শুরু করে উপকূলবর্তী বিভিন্ন এলাকায়। এই পরিস্থিতিতে জারি করা হয় সুনামি সতর্কতা। আলাস্কার ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার স্পষ্ট জানিয়ে দেয়, সুনামির সম্ভাবনা অত্যন্ত প্রবল। যে কোনও সময় ভয়াবহ ঢেউ আছড়ে পড়তে পারে উপকূলে (Earthquake)।
আতঙ্কে রয়েছেন উপকূলবর্তী এলাকার বাসিন্দারা । অনেকেই নিরাপদ স্থানে সরে যাচ্ছেন। প্রশাসনের তরফে শুরু হয়েছে দ্রুত সরানোর কাজ। বিশেষজ্ঞদের মতে, আলাস্কা প্যাসিফিক রিং অব ফায়ারের অন্তর্গত হওয়ায়, ভূমিকম্প এখানে প্রায়শই ঘটে থাকে। একাধিক টেকটোনিক প্লেটের সংঘর্ষের ফলেই জন্ম নেয় এই কম্পন।
উল্লেখ্য, ১৯৬৪ সালে আলাস্কায় ৯.২ মাত্রার ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল, যার ফলস্বরূপ বিধ্বংসী সুনামিতে প্রাণ হারিয়েছিলেন অন্তত ২৫০ জন। সেই স্মৃতি এখনও টাটকা। আর এবারও আশঙ্কা করা হচ্ছে, বড় বিপর্যয় ডেকে আনতে পারে এই প্রাকৃতিক দুর্যোগ।