Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ৭.৫ মাত্রার প্রবল ভূমিকম্পে তীব্র আতঙ্ক, বিপদে অ্যান্টার্কটিকা অঞ্চল
বিদেশ

৭.৫ মাত্রার প্রবল ভূমিকম্পে তীব্র আতঙ্ক, বিপদে অ্যান্টার্কটিকা অঞ্চল

earthquake
Email :115

দক্ষিণ আমেরিকার একেবারে দক্ষিণ প্রান্ত আর অ্যান্টার্কটিকার মাঝের সমুদ্রপথ ‘ড্রেক প্যাসেজ’-এ ভয়াবহ ভূমিকম্প (Earthquake) আঘাত হানল। বৃহস্পতিবার সকালে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৫। মার্কিন ভূতাত্ত্বিক দফতর ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি সমুদ্রের তলায় প্রায় ১১ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়েছিল (Earthquake)।

এই ভয়ঙ্কর কম্পনের পর চিলির নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক ও ওশানোগ্রাফিক সার্ভিস সতর্কতা জারি করেছে। বিশেষ করে চিলির অ্যান্টার্কটিকা অঞ্চলের জন্য সুনামি (Earthquake) সতর্কবার্তা দেওয়া হয়েছে। কারণ, এর আগের দিন বুধবার রাতেই ওই একই অঞ্চলে আরও একটি প্রবল ভূমিকম্প হয়েছিল। তার তীব্রতা ছিল ৮ মাত্রার, যা চিলির বেস ফ্রেই ঘাঁটি থেকে মাত্র ২৫৮ কিলোমিটার দূরে ঘটেছিল ।

প্রথমে ইউএসজিএস জানায় কম্পনের মাত্রা ছিল ৮, পরে তা সংশোধন করে ৭.৫ বলা হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আর্জেন্টিনার দক্ষিণ প্রান্তের শহর উশুয়াইয়া থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে। ওই শহরে প্রায় ৫৭ হাজার মানুষের বসবাস। যদিও সেখানে বড়সড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি, তবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts