Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • “চীন-ভারতের দিন শেষ!” — টেক কোম্পানিগুলিকে কঠোর বার্তা দিলেন ট্রাম্প
বিদেশ

“চীন-ভারতের দিন শেষ!” — টেক কোম্পানিগুলিকে কঠোর বার্তা দিলেন ট্রাম্প

donald trump
Email :107

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) আবারও তাঁর চিরাচরিত আগ্রাসী ভঙ্গিতে টেক কোম্পানিগুলিকে তুলোধোনা করলেন। বুধবার ওয়াশিংটনে আয়োজিত একটি উচ্চপর্যায়ের এআই সামিটে বক্তব্য রাখতে গিয়ে তিনি (Donald Trump) বলেন, “আমেরিকার স্বাধীনতার সুবিধা নিয়ে টেক কোম্পানিগুলি চীন-ভারতে কারখানা বানাচ্ছে, মুনাফা নিচ্ছে আয়ারল্যান্ডে, আর দেশবাসীকেই সেন্সর করছে। এই দিনের এখন অবসান হবে।”

এই বক্তব্যের পাশাপাশি ট্রাম্প (Donald Trump) স্বাক্ষর করেন তিনটি গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশে, যার মধ্যে রয়েছে একটি ‘AI Action Plan’, যাতে এআই প্রযুক্তির মার্কিন স্বার্থে ব্যবহার নিশ্চিত করা হবে।

ট্রাম্পের (Donald Trump) অভিযোগ, “অনেক দিন ধরেই আমাদের টেক ইন্ডাস্ট্রি এক চরম বিশ্বায়নের পথে চলেছে, যার ফলে কোটি কোটি আমেরিকান নিজেদের ঠকানো ও বিশ্বাসভঙ্গের শিকার বলে মনে করছে। এখন সময় এসেছে ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে ফিরে যাওয়ার।”

তিনি (Donald Trump) আরও বলেন, “আমাদের দরকার এমন টেক কোম্পানি যারা পুরোপুরি আমেরিকার জন্য নিবেদিত। আমাদের শুধু এটুকুই চাওয়া—তোমরা আমেরিকার পক্ষে থেকো।”

ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে বলা হয়েছে, এখন থেকে ফেডারেল সরকারের জন্য যেসব AI মডেল কেনা হবে, সেগুলি ‘সত্যনিষ্ঠ’ এবং ‘আইডিওলজিক্যাল নিউট্রাল’ হতে হবে। সেইসঙ্গে প্রচারের অংশ হিসেবে বলা হয়েছে, আমেরিকার এআইকে বিশ্বের সামনে রপ্তানি করতে হবে, দ্রুত নতুন ডেটা সেন্টার তৈরি করতে হবে, উদ্ভাবনকে উৎসাহ দিতে হবে এবং ফ্রি স্পিচকে রক্ষা করতে হবে।

এই AI Action Plan-এ আরও বলা হয়েছে, “যেমন করে আমরা স্পেস রেসে জিতেছিলাম, ঠিক তেমনই এখন আমাদের এআই রেস জেতা অত্যাবশ্যক। যে দেশ এই দৌড়ে এগিয়ে থাকবে, তারাই ভবিষ্যতের মানদণ্ড নির্ধারণ করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts