যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা করেছেন যে, রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে ইউক্রেনের রক্ষা ব্যবস্থাকে জোরদার করতে মার্কিন যুক্তরাষ্ট্র NATO-এর মাধ্যমে অতিরিক্ত অস্ত্র পাঠাবে, যার মধ্যে থাকবে ভয়ংকর শক্তিশালী প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমও।
NBC নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প (Donald Trump) বলেন, “আমরা প্যাট্রিয়ট পাঠাচ্ছি NATO-এর কাছে, ও তার পর NATO সেটি ইউক্রেনকে সরবরাহ করবে। সমস্ত খরচ NATO বহন করবে।”
এই পদক্ষেপ আসে এমন এক সময়ে, যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি জরুরি ভিত্তিতে বিমান প্রতিরক্ষা সহায়তা চেয়েছেন। গত সপ্তাহে রাশিয়ার পক্ষ থেকে এক রেকর্ড সংখ্যক ৭২৮টি ড্রোন হামলা ইউক্রেনের বিভিন্ন শহরে চালানো হয়, যা যুদ্ধ শুরুর পর সবচেয়ে ভয়াবহ এক দিন হিসেবে গণ্য করা হচ্ছে(Donald Trump)।
জেলেনস্কি বলেন, “আমাদের ১০টি প্যাট্রিয়ট সিস্টেম দরকার। এগুলোই এখন জীবনের একমাত্র রক্ষাকবচ।” জাতিসংঘ জানিয়েছে, শুধুমাত্র জুন মাসেই ইউক্রেনে ২৩২ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৩০০ জনের বেশি—যা গত তিন বছরে সবচেয়ে ভয়াবহ সংখ্যা।
ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এর আগে ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা কমানোর কথা বললেও, এবার তাঁর কৌশলগত অবস্থানে বড় পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। গত সপ্তাহেই ওয়াশিংটন ইউক্রেনকে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ও নির্ভুল গোলাবারুদ পাঠানো স্থগিত করেছিল, যা কিয়েভের জন্য ছিল গভীর উদ্বেগের বিষয়।
ট্রাম্প বলেন, “আমরা বাধ্য… ওরা এখন খুব ভয়াবহভাবে আক্রান্ত হচ্ছে।” তিনি আরও জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের পর তিনি অত্যন্ত হতাশ—“পুতিন হয়তো বিনয়ী, কিন্তু বাস্তবে তার কথাগুলোর কোনও মানে নেই।”
এই ঘোষণার সঙ্গে একমত পোষণ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, ইউরোপের NATO সদস্যদের যাঁদের স্টকে প্যাট্রিয়ট সিস্টেম রয়েছে, তাদের দ্রুত ইউক্রেনকে সরবরাহ করতে হবে। রুবিও বলেন, “আমরা NATO সহযোগীদের উৎসাহ দিচ্ছি তাদের মজুদ থেকে প্যাট্রিয়ট ব্যাটারি সরবরাহ করতে, আর সেই জায়গায় যুক্তরাষ্ট্র নতুন করে সরবরাহ করবে।”