Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • “যুদ্ধ না থামালে ভয়ঙ্কর পরিণতি”—পুতিনকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের
বিদেশ

“যুদ্ধ না থামালে ভয়ঙ্কর পরিণতি”—পুতিনকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের

donald trump
Email :1

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠকের আগে কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন—পুতিন যদি ইউক্রেন যুদ্ধ না থামান, তবে ভয়ঙ্কর পরিণতি হবে। এই সতর্কবার্তা এমন সময় এল যখন দুই দেশের শীর্ষ নেতার সাক্ষাৎ মাত্র কয়েকদিন দূরে।

চলতি সপ্তাহের শুক্রবার আলাস্কায় ট্রাম্প (Donald Trump) ও পুতিনের মধ্যে বৈঠক হবে। মূল আলোচ্য বিষয়—রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ট্রাম্প(Donald Trump) চান, রাশিয়া যুদ্ধ থামাক এবং ইউক্রেনে আগ্রাসন বন্ধ করুক। আগেই তিনি রাশিয়ার উপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। এবার আরও কঠিন শাস্তির হুমকি দিলেন।

পুতিনের সঙ্গে বৈঠকের আগে বুধবার ট্রাম্প (Donald Trump) ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রনেতাদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করেন। সেখানে তিনি বলেন, শুক্রবারের বৈঠকের পরও যদি পুতিন যুদ্ধ চালিয়ে যান, তবে রাশিয়ার জন্য তা হবে ভয়ঙ্কর। ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ জানান, ট্রাম্প বৈঠকে বলেছেন সীমান্ত সংক্রান্ত যে কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধু ইউক্রেনের প্রেসিডেন্টের। এছাড়া, শুক্রবারের সাক্ষাতের পর তিনি রাশিয়া, আমেরিকা ও ইউক্রেনের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠকের প্রস্তাব দেবেন।

এই বৈঠকে উপস্থিত ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কিও। তিনি বলেন, ট্রাম্পের সঙ্গে আলোচনার আগে পুতিন চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন এবং দেখাতে চাইছেন যে ইউক্রেন দখল করার ক্ষমতা তাঁর আছে। জ়েলেনস্কির দাবি, পুতিন বলছেন যে নিষেধাজ্ঞার কোনও প্রভাব নেই, কিন্তু বাস্তবে তা রাশিয়ার অর্থনীতিকে বড় ধাক্কা দিচ্ছে।

জ়েলেনস্কি আরও বলেন, রাশিয়ার যুদ্ধ থামানোর কোনও ইচ্ছা নেই। তাই তিনি চান, ট্রাম্প যেন বৈঠকে পুতিনের ওপর আরও চাপ সৃষ্টি করেন, যাতে যুদ্ধবিরতি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts