ওয়াশিংটনে সোমবার এক সাংবাদিক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) দাবি করলেন, তাঁর প্রশাসনের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পরমাণু যুদ্ধ আটকানো সম্ভব হয়েছে (Donald Trump) । ট্রাম্প (Donald Trump) বলেন, “শনিবার আমাদের সহায়তায় যুদ্ধবিরতি হয়েছে। আমি বিশ্বাস করি, আমরা দুটি পরমাণু শক্তিধর দেশকে সংঘর্ষ থেকে বিরত রাখতে পেরেছি।” পাশাপাশি তিনি (Donald Trump) দাবি করেছেন, “দুই দেশকে আমি জানিয়েছিলাম, যুদ্ধবিরতি না করলে, আমেরিকা ব্যবসা করবে না।”
তিনি আরও বলেন, “আমরা একটি ভয়ানক যুদ্ধ থামাতে পেরেছি। যদি সেই যুদ্ধ শুরু হতো, তাহলে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হতো। আমি গর্বিত যে এমন একটি বিপদকে আমরা ঠেকাতে পেরেছি।”
নিজের ভূমিকাকে প্রশংসাযোগ্য বলে দাবি করার পাশাপাশি ট্রাম্প ভারত ও পাকিস্তানের রাষ্ট্রপ্রধানদেরও কৃতিত্ব দেন। তাঁর কথায়, “উভয় দেশের নেতারাই পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরেছেন।”
উল্লেখ্য, ভারত-পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনার সময় ট্রাম্প আগেও দাবি করেছিলেন, তিনি শান্তি স্থাপনে সাহায্য করেছেন। গত শনিবার দুই দেশের মধ্যে চলা আঘাত-প্রত্যাঘাতের মধ্যে হঠাৎ করেই ট্রাম্প এক্স (পূর্বে টুইটার)-এ লেখেন, ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে এবং এই সমঝোতায় যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করেছে।
তবে ভারত সরকারের পক্ষ থেকে সেই দাবি সরাসরি স্বীকৃতি পায়নি। সূত্র বলছে, ওইদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে। সেই ফোনালাপে মোদী স্পষ্ট জানিয়ে দেন, “যদি পাকিস্তান জঙ্গিদের ভারতের হাতে তুলে দেয়, তাহলে আলোচনার কথা ভাবা যেতে পারে। পাশাপাশি, পাকিস্তানকে ফেরত দিতে হবে পাক অধিকৃত কাশ্মীর (PoK)। এই বিষয়ে আমাদের মতে, কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতার প্রয়োজন নেই।”