নিজের দ্বিতীয় মেয়াদ শেষ না হতেই কি এবার ধর্মের পথে পা বাড়াচ্ছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)? মার্কিন প্রাক্তন প্রেসিডেন্টকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এমনই মজাদার জল্পনা (Donald Trump)—তিনি নাকি পরবর্তী পোপ হতে চান (Donald Trump)!
এই গুঞ্জনের সূত্রপাত এক ছবিকে কেন্দ্র করে, যেটি পোস্ট করেছেন ট্রাম্প নিজেই। ছবিটিতে তাঁকে দেখা যাচ্ছে পোপের ঐতিহ্যবাহী সাদা পোশাকে, সিংহাসনে বসে। যদিও স্পষ্টভাবে জানানো হয়েছে, ছবিটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি।
ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বিষয়টিকে মজার ছলে নিয়েছেন, কেউ আবার একে অবমাননাকর ও অসংবেদনশীল বলেও আখ্যা দিয়েছেন। এমনকি, কিছু নেটিজেন অভিযোগ করেছেন, ট্রাম্প নাকি পোপ ফ্রান্সিসের মৃত্যু নিয়ে পরোক্ষে রসিকতা করছেন।
সম্প্রতি এক সাংবাদিক যখন ট্রাম্পকে সরাসরি প্রশ্ন করেন, “আপনি কি পোপ হতে চান?” – জবাবে তিনি বলেন, “হ্যাঁ, আমি পোপ হতে চাই। এটাই আমার প্রথম পছন্দ।”
এরপর তাঁকে জিজ্ঞেস করা হয়, “আপনার মতে পরবর্তী পোপ কে হওয়া উচিত?” উত্তরে ট্রাম্প বলেন, “আমি জানি না। তবে নিউ ইয়র্ক থেকে একজন কার্ডিনাল আছেন, তিনি খুবই ভালো। দেখা যাক কী হয়!”
এই মন্তব্যের পরেই দক্ষিণ ক্যারোলিনার সিনেটর লিন্ডসে গ্রাহাম X-মাধ্যমে রসিকতা করে লেখেন, “প্রেসিডেন্ট ট্রাম্প পোপ হতে চান জেনে আমি রোমাঞ্চিত! যদিও এটি একেবারেই অপ্রত্যাশিত, তবু পোপ কনক্লেভ এবং ক্যাথলিক সম্প্রদায়ের উচিত খোলা মনে ভাবা। প্রথম পোপ-রাষ্ট্রপতি যুগল – এতে অনেক সম্ভাবনা আছে!”