Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • বছরের শুরুতেই ধাক্কা, ভারতের উপর আবার ২৫% মার্কিন শুল্ক চাপাল ট্রাম্প
বিদেশ

বছরের শুরুতেই ধাক্কা, ভারতের উপর আবার ২৫% মার্কিন শুল্ক চাপাল ট্রাম্প

donald trump smile
Email :2

বছরের শুরুতেই ফের বড় ধাক্কা খেল ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা করেছেন, ইরানের সঙ্গে যেসব দেশ বাণিজ্য করবে, তাদের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপানো হবে। সেই তালিকায় ভারতের নামও রয়েছে। এর ফলে ভারতের উপর মোট মার্কিন শুল্কের বোঝা বেড়ে দাঁড়াল ৭৫ শতাংশ (Donald Trump)।

সোমবার নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে ট্রাম্প (Donald Trump) লেখেন, ইরানের সঙ্গে যেসব দেশ বাণিজ্য করছে, তারা যদি আমেরিকার সঙ্গে ব্যবসা করতে চায়, তবে তাদের ২৫ শতাংশ বাড়তি শুল্ক দিতে হবে। এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানান তিনি।

বর্তমানে ইরানে আয়াতোল্লা খামেনেই প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। শুরু থেকেই ইরানের প্রতিবাদীদের পাশে থাকার কথা বলেছেন ট্রাম্প (Donald Trump)। প্রয়োজনে ইরানের উপর সামরিক হামলার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে ইরানের সঙ্গে বাণিজ্যকারী দেশগুলির উপর চাপ বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট।

ইরানের সঙ্গে সবচেয়ে বেশি বাণিজ্য করে চিন। তবে ভারতের সঙ্গেও তেহরানের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। তেহরানে ভারতীয় দূতাবাস সূত্রে জানা গিয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষে ভারত ইরানে প্রায় ১২০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। অন্যদিকে ইরান থেকে আমদানি হয়েছে প্রায় ৪৪ কোটি ডলারের পণ্য। সব মিলিয়ে দুই দেশের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৬৪ কোটি ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৪ হাজার কোটি টাকা।

ভারত ও ইরানের মধ্যে মূলত রাসায়নিক দ্রব্য, ফল, বাদাম, তেল ও জ্বালানির মতো পণ্যের লেনদেন হয়। ইরানের সঙ্গে এই বাণিজ্যের কারণেই এবার ভারতের উপর নতুন করে ২৫ শতাংশ শুল্ক চাপাল আমেরিকা।

প্রসঙ্গত, গত বছর রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক বসিয়েছিল ট্রাম্প প্রশাসন। তার ফলে ভারতীয় পণ্যের উপর মোট শুল্কের হার পৌঁছেছিল ৫০ শতাংশে। এবার ইরান ইস্যুতে আরও ২৫ শতাংশ শুল্ক যুক্ত হওয়ায় মোট শুল্কের পরিমাণ বেড়ে দাঁড়াল ৭৫ শতাংশ। এই সিদ্ধান্তের প্রভাব ভারতীয় রপ্তানিতে পড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts