আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। তবে শেষ পর্যন্ত শনিবার সকালে হোয়াইট হাউসে নিজেকে জীবিত প্রমাণ করলেন তিনি।
গত কয়েকদিন ধরে প্রকাশ্যে দেখা না যাওয়ায় জোর গুঞ্জন শুরু হয়েছিল ট্রাম্পকে (Donald Trump) ঘিরে। মঙ্গলবারের একটি মন্ত্রিসভা বৈঠকের পর থেকে তাঁকে কোথাও দেখা যায়নি। শুক্রবার হোয়াইট হাউসের অফিসিয়াল সূচি ফাঁকা দেখে জল্পনা আরও তীব্র হয়। লেবার ডে সপ্তাহান্তেও কোনো সরকারি কর্মসূচি না থাকায় অনলাইনে হ্যাশট্যাগ “#TrumpIsDead” এবং “#WhereIsTrump” ঘণ্টার পর ঘণ্টা ধরে ট্রেন্ড করে (Donald Trump)।
কিন্তু শনিবার সকালেই সব জল্পনা থামিয়ে দেন ট্রাম্প (Donald Trump) নিজে। সকাল প্রায় ৮টা ৪৫ মিনিটে হোয়াইট হাউসে তাঁর ছবি ধরা পড়ে— সাদা পোলো শার্ট, কালো প্যান্ট আর লাল MAGA ক্যাপ পরে নাতনি কাই ট্রাম্প এবং নাতি স্পেনসার ফ্রেডরিক ট্রাম্পের সঙ্গে বেরিয়ে যাচ্ছেন ভার্জিনিয়ার স্টার্লিংয়ে তাঁর গলফ ক্লাবের উদ্দেশে।
শুক্রবার সাংবাদিকরা তাঁকে সরাসরি না দেখলেও, ট্রাম্প নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ পোস্ট করেছিলেন মার্কিন বাণিজ্য নীতি নিয়ে আদালতের এক রায়ের জবাবে। তিনি লেখেন—“সব ট্যারিফ এখনো কার্যকর! একটি পক্ষপাতদুষ্ট আদালত বলেছে এগুলো তুলে নেওয়া উচিত। কিন্তু আমেরিকা শেষ পর্যন্ত জিতবে। যদি এই ট্যারিফ উঠে যায়, দেশ আর্থিকভাবে ভেঙে পড়বে। শক্তিশালী থাকতে হলে এগুলো থাকা জরুরি।”
হোয়াইট হাউসের সংবাদদাতা রিগ্যান রিসও গুজব উড়িয়ে দেন। তিনি X-এ লিখেছেন—
“ঘুম থেকে উঠে দেখি সবাই চিৎকার করছে ট্রাম্প অসুস্থ বা মারা গেছেন, কারণ কয়েকদিন দেখা যায়নি। অথচ আমি তো গতকাল বিকেলেই তাঁর সঙ্গে এক ঘণ্টা ধরে সাক্ষাৎকার নিয়েছি।”
অর্থাৎ সব মিলিয়ে বোঝা গেল— ট্রাম্প বেঁচে আছেন, সুস্থ আছেন, আর গুজবের জবাব দিয়ে নিজেই শেষ করে দিলেন নিজের মৃত্যুকাহিনি।