ভারত ও রাশিয়ার উপর ফের তীব্র আক্রমণ হানলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। শুধু শুল্ক চাপিয়েই থেমে থাকেননি, দুই দেশের অর্থনীতিকে সরাসরি ‘মৃত’ বলে কটাক্ষ করলেন। বললেন (Donald Trump), “ওরা ডুবে গেলেও আমার কিছু যায় আসে না!” তাঁর দাবি, ভারত বিশ্বের অন্যতম সর্বোচ্চ ট্যারিফ আরোপকারী দেশ এবং সেই কারণেই আমেরিকা-ভারত বাণিজ্য অত্যন্ত সীমিত।
বুধবার ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক বসিয়েছেন ট্রাম্প (Donald Trump)। ঘোষণা অনুযায়ী, ভারত থেকে আমদানি হওয়া সব পণ্যের উপরই লাগু হবে এই শুল্ক। শুধু তাই নয়, রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক এবং সেই দেশের কাছ থেকে তেল ও অস্ত্র কেনার জন্য ভারতকে ‘পেনাল্টি’ দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি (Donald Trump)। যদিও ঠিক কী ধরনের জরিমানা বা কোন পণ্যের উপর তা বসবে, সে বিষয়ে কিছু স্পষ্ট করেননি।
এরপরই নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Truth Social-এ বিস্ফোরক এক পোস্টে ভারত-রাশিয়াকে একযোগে তীব্র ভাষায় আক্রমণ করেন ট্রাম্প (Donald Trump)। তিনি লেখেন, “ভারত রাশিয়ার সঙ্গে কী করছে তাতে আমার কিছু যায় আসে না। ওরা ওদের মৃত অর্থনীতিকে নিয়ে ডুবে যাক, আমি উদ্বিগ্ন নই।”
রাশিয়া সম্পর্কেও হুঁশিয়ারি দিতে পিছপা হননি ট্রাম্প (Donald Trump)। তাঁর কথায়, রাশিয়ার সঙ্গে আমেরিকার এখন কোনও অর্থনৈতিক সম্পর্ক নেই, এবং ভবিষ্যতেও থাকবে না। কয়েকদিন আগে রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ অভিযোগ করেছিলেন, ট্রাম্প রাশিয়ার সঙ্গে এমন ‘গেম’ খেলছেন যা যুদ্ধ পর্যন্ত গড়াতে পারে।
এই প্রসঙ্গে ট্রাম্প এ দিন বলেন, “রাশিয়ার ব্যর্থ প্রাক্তন প্রেসিডেন্ট মেদভেদেভ এখনও নিজেকে প্রেসিডেন্ট ভাবেন! তাকে বলে দিন, এইসব ভয়ঙ্কর মন্তব্য বন্ধ করা উচিত। ও একেবারে বিপজ্জনক জায়গায় ঢুকে পড়েছে।”
এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। বিশেষ করে ভারত ও রাশিয়ার সঙ্গে মার্কিন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে একাধিক প্রশ্ন উঠছে।