মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা দিয়েছেন, ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র “অত্যন্ত সফল” এক সামরিক অভিযান পরিচালনা করেছে। শনিবার (স্থানীয় সময়) ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি (Donald Trump) বলেন, “আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা—ফোর্ডো, নতাঞ্জ এবং ইসফাহানে সফলভাবে হামলা চালিয়েছি। মূল স্থাপনাটি ফোর্ডোতে পূর্ণ মাত্রার বোমা বর্ষণ করা হয়েছে।”
এই হামলার নেতৃত্বে ছিলেন মার্কিন সামরিক বাহিনীর এলিট ইউনিট ও বোমারু বিমানবাহিনী। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প (Donald Trump) সরাসরি বিমান ও অস্ত্রের নাম বলেননি, তবে এর আগে জানা গিয়েছিল যে ‘বাংকার বাস্টার’ বহনে সক্ষম ভয়ঙ্কর বি-২ স্টিলথ বোমারু বিমান মার্কিন মূল ভূখণ্ড থেকে আকাশে উঠেছিল।
ট্রাম্প (Donald Trump) বলেন, “সব বিমান নিরাপদে দেশে ফিরে আসছে। আমাদের অসাধারণ যোদ্ধাদের অভিনন্দন।” এর মধ্য দিয়েই আমেরিকার (Donald Trump) যুদ্ধ সক্ষমতা এবং কৌশলগত দাপট ফের একবার প্রমাণিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
মাত্র দুই দিন আগেই ট্রাম্প জানিয়েছিলেন, তিনি দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে কি না। কিন্তু এর আগেই এতো বড় আঘাত হানায় গোটা বিশ্বজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
হামলার পর ট্রাম্প আবারও শান্তির আহ্বান জানিয়ে বলেন, “বিশ্বে এমন আর কোনো সেনাবাহিনী নেই যারা এমন অভিযান চালাতে পারে। এখনই সময় শান্তির!”
উল্লেখ্য, এর আগে তেহরান হুঁশিয়ারি দিয়েছিল, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোই হয়ে উঠবে প্রতিশোধের লক্ষ্যবস্তু। এখন বিশ্বজুড়ে উদ্বেগ—ইরান কীভাবে জবাব দেবে এই চরম উত্তেজনার পরিস্থিতিতে।