Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • ঢাকার শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুন! কার্গো ভিলেজে কালো ধোঁয়ায় ঢেকেছে চারপাশ, বন্ধ বিমান ওঠানামা!
বিদেশ

ঢাকার শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুন! কার্গো ভিলেজে কালো ধোঁয়ায় ঢেকেছে চারপাশ, বন্ধ বিমান ওঠানামা!

dhaka airport fire
Email :3

ভয়াবহ অগ্নিকাণ্ডে কেঁপে উঠল বাংলাদেশের রাজধানী ঢাকা (Dhaka Fire)। শনিবার দুপুরে আগুন লাগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে। বেলা আড়াইটে নাগাদ হঠাৎই আট নম্বর গেটে ধোঁয়া দেখা যায়। মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ (Dhaka Fire)। স্থানীয়রা জানান, কয়েক মিনিটের মধ্যেই আগুন ভয়াবহ আকার নেয়।

কার্গো ভিলেজে মূলত বিদেশ থেকে আমদানিকৃত পণ্য মজুত রাখা হয়। সেই অংশ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক অনুমান (Dhaka Fire)। আগুন লাগার খবর পেতেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। দমকলের ৩০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। আগুনের তীব্রতা এতটাই বেশি যে এখনও ধোঁয়ায় ঢেকে রয়েছে পুরো এলাকা (Dhaka Fire)।

বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর দল একযোগে আগুন নেভানোর কাজে নেমেছে। নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের আশপাশে থাকা সাধারণ মানুষ ও কর্মীদের সরিয়ে দেওয়া হয়েছে। চলছে লাগাতার মাইকিং (Dhaka Fire)।

অগ্নিকাণ্ডের জেরে আপাতত শাহজালাল বিমানবন্দরে সমস্ত রকম বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছে। বিপুল পরিমাণ পণ্য ও যন্ত্রাংশ ক্ষতির আশঙ্কা রয়েছে। আগুনের উৎস কী, তা এখনো স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে বাংলাদেশ কর্তৃপক্ষ।

এদিকে, আজই ঢাকায় ছাত্র আন্দোলন ঘিরে উত্তেজনা চরমে উঠেছে। সংসদ ভবনের সামনে ‘জুলাই অভ্যুত্থানে’ আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ হয়। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩৬ জন আহত হয়েছেন।

দুর্যোগ ও আন্দোলনের জোড়া চাপে উত্তপ্ত বাংলাদেশের রাজধানী ঢাকা। আগুনের ভয়াবহতা ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মহলেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts