পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর থেকেই ভারতের প্রতিক্রিয়া নিয়ে আতঙ্কে রয়েছে পাকিস্তান (Pakistan)। এবার সেই আশঙ্কার সুরে কথা বললেন খোদ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ (Pakistan)। সোমবার ইসলামাবাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ভারত যে কোনও সময় লাইন অফ কন্ট্রোল (LOC) বরাবর হামলা চালাতে পারে (Pakistan)।
খোয়াজা আসিফ বলেন, “আমাদের কাছে খবর রয়েছে, ভারত LOC-র যে কোনও অংশে হামলা চালাতে পারে। তবে যদি তা হয়, আমরা তার যোগ্য জবাব দেব।” তাঁর এই মন্তব্য থেকেই স্পষ্ট, ভারতীয় সেনার সম্ভাব্য প্রত্যাঘাতের আশঙ্কায় ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে পাকিস্তান।
প্রতিরক্ষা মন্ত্রীর এই মন্তব্য পাকিস্তানে চরম উদ্বেগ তৈরি করেছে। এর আগেও পাক সরকারের মন্ত্রীদের মুখে শোনা গিয়েছিল একই রকম আশঙ্কা। গত সপ্তাহেই পাক তথ্য ও প্রযুক্তি মন্ত্রী আটা তারার মন্তব্য ছিল, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যেই ভারত হামলা চালাতে পারে।
বিশেষজ্ঞদের মতে, পহেলগাঁও হামলায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগের পরে এই ধরনের মন্তব্য আসলে মানসিক চাপ ও প্রতিক্রিয়ার আশঙ্কার প্রতিফলন। ভারতের তরফে এখনও পর্যন্ত কোনও সামরিক প্রতিক্রিয়ার ইঙ্গিত না মিললেও, পাকিস্তানের লাগাতার এই উদ্বেগ একপ্রকার কৌশলগত প্রতিরক্ষা প্রস্তুতিরই ইঙ্গিত দিচ্ছে।