পাক-ভারত উত্তেজনার (India-Pakistan tension) আবহে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি রুদ্ধদ্বার বৈঠকের ডাক দিল পাকিস্তান। সিন্ধু জলচুক্তি স্থগিত, পহেলগাঁও জঙ্গি হামলা এবং সীমান্তে (India-Pakistan tension) ক্রমবর্ধমান সংঘাতের প্রসঙ্গে বিশ্বমঞ্চে ভারতের ‘আগ্রাসী মনোভাব’-এর বিরুদ্ধে কড়া সুরে আওয়াজ তুলতে চলেছে ইসলামাবাদ। নিউইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী ৫ মে বিকেলে এই বৈঠক ডাকা হয়েছে (India-Pakistan tension)।
পাকিস্তান এখন নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের একজন অস্থায়ী সদস্য। তাদের পক্ষ থেকে রাষ্ট্রসংঘে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখারকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত এই বৈঠকের ব্যবস্থা নিতে। ইসলামাবাদের অভিযোগ, ভারতের জলনীতি এবং সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক অবস্থান দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতাবস্থাকে বিপন্ন করছে।
এই পরিস্থিতিতে কড়া জবাব দিতে এগিয়ে এসেছে ভারতও। বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর ইতিমধ্যেই চীন ও পাকিস্তান বাদে বাকি ইউএনএসসি সদস্য রাষ্ট্রগুলির সঙ্গে সরাসরি কূটনৈতিক আলোচনা করেছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, ডেনমার্ক, আলজেরিয়া, গায়ানা, পানামা, স্লোভেনিয়া, সিয়েরা লিওন, সোমালিয়া সহ একাধিক দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছেন জয়শঙ্কর।
সব দেশকেই বার্তা দিয়েছেন, “সন্ত্রাসবাদ এবং যারা তা সংগঠিত বা মদত দেয়, তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।” জয়শঙ্কর আরও জানিয়েছেন, গ্রিসের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্ব সন্ত্রাসবাদ বিরোধী দৃষ্টিভঙ্গির প্রতিফলন।
এদিকে, পাকিস্তান চায় রাষ্ট্রসংঘের বিবৃতিতে ‘পহেলগাঁও হামলা’র দায়ী সংগঠন TRF-এর নাম না থাকুক। রাষ্ট্রসংঘে আগেই এই দাবি জোরালোভাবে তুলেছে তারা।
পাকিস্তান এই বৈঠকে জলচুক্তি সংক্রান্ত ভারতের পদক্ষেপকে বেআইনি বলে আখ্যা দেবে এবং আন্তর্জাতিক মহলে নয়াদিল্লিকে চাপে ফেলতে মরিয়া প্রচেষ্টা চালাবে।