Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • ৪০০ ডলারে নিজের ৭ মাসের মেয়েকে যৌন লাঞ্ছনার জন্য তুলে দিতে চেয়েছিলেন মা! FBI-র হাত ধরে ফাঁস নরকের ষড়যন্ত্র
বিদেশ

৪০০ ডলারে নিজের ৭ মাসের মেয়েকে যৌন লাঞ্ছনার জন্য তুলে দিতে চেয়েছিলেন মা! FBI-র হাত ধরে ফাঁস নরকের ষড়যন্ত্র

child abuse
Email :3

এক মা—যিনি সাত সন্তানের জননী—নিজের মাত্র সাত মাসের কন্যাশিশুকে যৌন নির্যাতনের (Child Abuse) জন্য তুলে দিতে চেয়েছিলেন এক অপরিচিত ব্যক্তির হাতে, তাও মাত্র ৪০০ ডলারের বিনিময়ে। এই ভয়ঙ্কর অভিযোগ উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার বাসিন্দা ৩২ বছর বয়সী মরগান স্ট্যাপ-এর বিরুদ্ধে (Child Abuse) ।

চাঞ্চল্যকরভাবে জানা গেছে, মরগান ওই ব্যক্তিকে আগেই বার্তা পাঠিয়ে বলেছিলেন যে তিনি অর্ধেক টাকা অগ্রিম চান এবং তারপরেই নিজের ঠিকানা দেবেন (Child Abuse) । শুধু তাই নয়, সেই একই বার্তায় তিনি প্রশ্ন করেন, ‘তুমি কি আমার নগ্ন ছবি কিনতে আগ্রহী?’

এই ঘৃণ্য লেনদেনের চেষ্টা করা হয় স্ন্যাপচ্যাট অ্যাপে (Child Abuse) । নিউ ইয়র্ক ভিত্তিক সংবাদমাধ্যম People জানাচ্ছে, মরগান সেদিন (১ নভেম্বর ২০২৪) ওই অপরিচিত ব্যক্তিকে সরাসরি প্রস্তাব দেন তার শিশুকন্যার ওপর যৌন নির্যাতনের (Child Abuse) ।

মরগানের পাঠানো কথিত মেসেজে লেখা ছিল: “অর্ধেক এখন দাও, বাকি পরে। তারপর ঠিকানা পাঠাবো। আমি একা থাকি। ওর বাবা ছবিতে নেই।” এই ভয়াবহ বার্তাটি স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ নজরে আনলে তা সঙ্গে সঙ্গে আইনপ্রয়োগকারী সংস্থাকে (Child Abuse) জানানো হয়। এরপর ১০ নভেম্বর FBI মরগানের ইন্ডিয়ানাপলিসের বাড়িতে গিয়ে হাজির হয়।

প্রথমে মরগান দাবি করেন, তিনি (Child Abuse) নাকি নিজের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না এবং ওই বার্তা তিনি পাঠাননি। কিন্তু গোয়েন্দা অফিসার ক্রিস্টেন হার্টম্যান তদন্তে নেমে দেখতে পান, অক্টোবর ২৯ থেকে নভেম্বর ১ এর মধ্যে সেই অ্যাকাউন্ট থেকে প্রায় ৭ হাজারেরও বেশি মেসেজ পাঠানো হয়েছে। এর মধ্যে ৮১টি মেসেজে লেখা ছিল: “তুমি কি আমার নগ্ন ছবি কিনতে আগ্রহী? আমি বাচ্চার ডায়াপার কিনতে চাই।”

তদন্তে আরও উঠে এসেছে, FBI-এর সামনে মিথ্যে দাবি করার পরও মরগানের ওই অ্যাকাউন্ট থেকেই তার নগ্ন ছবি পোস্ট করা হয়েছিল (Child Abuse)।

অবশেষে ৮ জুলাই তাকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে শিশু পাচারের (চাইল্ড সেক্স ট্রাফিকিং – অ্যাটেম্পট টু কমিট) অভিযোগে মামলা দায়ের করা হয়। ইন্ডিয়ানা রাজ্যের আইন অনুযায়ী, এই ধরনের অপরাধে ১০ থেকে ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

কোর্টে হাজিরা দেওয়ার সময় মরগান দাবি করেন, তিনি একজন গৃহবধূ। কোনও চাকরি করেন না, তবে মাঝে মাঝে ছোটখাটো ডেলিভারি দিয়ে আয় করেন। সরকারি সহায়তা এবং বাবা-মায়ের সাহায্যেই সংসার চালান।

প্রথমে তার জামিনের অঙ্ক ধার্য করা হয় ২ লাখ ডলার (সিওরটি)। পরে তা কমিয়ে ১ লাখ ডলারে আনা হয়। এছাড়াও আদালত দুই শিশুর সঙ্গে যোগাযোগ নিষিদ্ধ করার নির্দেশ দেন মরগানের বিরুদ্ধে।

বর্তমানে তিনি মারিয়ন কাউন্টি জেলে বন্দি আছেন এবং আগামী ১৫ সেপ্টেম্বর তাঁর প্রি-ট্রায়াল শুনানি নির্ধারিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts