Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • Iran: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের বন্দর! আহত কমপক্ষে ৪০০
বিদেশ

Iran: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের বন্দর! আহত কমপক্ষে ৪০০

Email :4

শনিবার সকালে শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের (Iran) শহিদ রাজাই বন্দর। বন্দর আব্বাস শহরের এই গুরুত্বপূর্ণ বন্দরে বিস্ফোরণের (Iran) জেরে আহত হয়েছেন অন্তত ৪০০ জন। বিস্ফোরণের পরই গোটা এলাকা (Iran) কালো ধোঁয়ায় ঢেকে যায়, দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আপাতত বন্দরের (Iran) সমস্ত কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। ইরানের (Iran) এই বিস্ফোরণে চার জন নিহত হয়েছেন।

প্রচুর শ্রমিক কাজ করছিলেন ওই সময়, তাই নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানের সংবাদমাধ্যম সূত্রে খবর, আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইরানের বিপর্যয় মোকাবিলা বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, বন্দরে রাখা একাধিক কনটেনারে বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এখনও আগুন নিয়ন্ত্রণে আনতে চলছে যুদ্ধকালীন প্রচেষ্টা। বিস্ফোরণের অভিঘাত এতটাই প্রবল ছিল যে, কয়েক কিলোমিটার দূর অবধি বাড়িঘরের জানালাগুলি ভেঙে পড়ে। গোটা এলাকা ঢাকা পড়ে যায় ঘন কালো ধোঁয়ায়।

বিস্ফোরণস্থলের কাছেই রয়েছে ইসলামিক রিভোলিউশনারি গার্ড কর্পস (IRGC)-এর একটি নৌসেনা ঘাঁটি। যদিও ইজরায়েল সেনাবাহিনী এই বিস্ফোরণের সঙ্গে তাদের কোনও সংযোগ থাকার অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেছে।

উল্লেখ্য, তেহরান থেকে প্রায় ১,০০০ কিলোমিটার দূরে অবস্থিত শহিদ রাজাই বন্দর। বিশ্বব্যাপী তেল আমদানি-রফতানির অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে বিবেচিত হয় এই প্যাসেজটি, যা আন্তর্জাতিক বাণিজ্যের পঞ্চম বৃহত্তম নৌপথও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts