বাংলাদেশে (Bangladesh) এই বছরের ১৫ই আগস্টের দৃশ্য ছিল কিছুটা অন্যরকম। রাজধানী ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি, যেখানে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেটি এবার কঠোর নিরাপত্তায় ঘেরা (Bangladesh) । পুলিশি ব্যারিকেড, জলকামান, আর প্রচুর পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছিল এলাকায়।
১৯৭৫ সালের সেই ভয়াবহ রাতে বঙ্গবন্ধুর সঙ্গে নিহত হয়েছিলেন তাঁর শিশুপুত্র ও অন্তঃসত্ত্বা পুত্রবধূও (Bangladesh) । তবে তখন দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান শেখ হাসিনা ও শেখ রেহানা। এই বছর ঘটনার ৫০তম বার্ষিকী। অন্য বছরগুলিতে ১৫ই আগস্টে আওয়ামী লীগ ও তাদের সমর্থকরা এই বাড়িতে এসে শোক জানাতেন, কিন্তু এবার ইউনূস সরকারের নির্দেশে সেই বাড়িতে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে (Bangladesh) ।
ঢাকা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নাশকতা বা উত্তেজনা এড়াতে আওয়ামী লীগ বা তাদের কোনো সংগঠনের সদস্যরা ৩২ নম্বর ধানমন্ডি এলাকায় ঢুকতে পারবেন না। ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিসানুল হক বলেন, “কেউ যেন পরিস্থিতি অশান্ত না করে, সেটিই আমাদের লক্ষ্য।”
তবুও সকালে বেশ কয়েকজন সেখানে ঢোকার চেষ্টা করেন। পুলিশ তাঁদের আটক করে। এমনকি বাড়ির ধ্বংসস্তূপে ফুল দিতে আসা এক মহিলাকেও আটক করা হয়।